IQNA

ইরাকের সার্বভৌমত্ব রক্ষার ওপর আয়াতুল্লাহ সিস্তানির গুরুত্বারোপ

21:06 - January 24, 2020
সংবাদ: 2610099
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের প্রভাবশালী আলেম আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী সিস্তানি তাঁর দেশের আঞ্চলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্ব রক্ষার ওপর ব্যাপক গুরুত্বারোপ করেছেন।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: তিনি আজ এক বিবৃতিতে বলেছেন কোনো ব্যক্তি কিংবা গোষ্ঠির পক্ষেই দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের কোন যুক্তি কিংবা অজুহাত দেখানোর সুযোগ নেই।

কারবালার জুমার নামাজের খুতবায় পঠিত সিস্তানির ওই লিখিত বিবৃতিতে বলা হয়েছে: ইরাকের জনগণ তাদের দৃষ্টিভঙ্গি ও অবস্থান ঘোষণায় সম্পূর্ণ স্বাধীন। দেশের সার্বভৌমত্ব রক্ষা করে বিদেশি চাপমুক্ত হয়ে শান্তিপূর্ণ উপায়ে তারা তাদের মত ও অবস্থান প্রকাশের ব্যাপারে স্বাধীন ও মুক্ত।

দেশের জনগণের চাহিদা অনুযায়ী প্রকৃত সংস্কার পরিকল্পনা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, এ ক্ষেত্রে দেরি করলে জনগণের ভোগান্তি যেমন বাড়বে তেমনি দেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা ও নিরাপত্তাহীনতা বৃদ্ধি পাবে।

ইরাক বর্তমানে যেসব চ্যালেঞ্জের মোকাবেলা করছে সেগুলোর ভয়াবহতা ও হুমকি উপলব্ধি করে দেশের সকল দল ও গোষ্ঠিকে ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণের আহ্বান জানান। iqna

captcha