IQNA

জামাল খাসোগির বাগদত্তাকে নিয়ে সৌদির নতুন পরিকল্পনা!

21:19 - January 24, 2020
সংবাদ: 2610101
আন্তর্জাতিক ডেস্ক : নিহত সাংবাদিক জামাল খাসোগির বাগদত্তা খাদিজা সেনজিজের ওপর সৌদি আরবের নজরদারির পরিকল্পনা জানার পর তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখতে ব্রিটেনের প্রতি আহ্বান জানিয়েছিলেন মার্কিন গোয়েন্দা কর্তৃপক্ষ। পশ্চিমা গোয়ে'ন্দা কর্মকর্তাদের বরাতে ব্রিটিশ পত্রিকা গার্ডিয়ান এমন খবর দিয়েছে।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: গত বছরের মে-তে লন্ডনে খাদিজার ওপর ন'জ'রদারিতে সৌদির উচ্চা'কা'ঙ্ক্ষা ও ইচ্ছার কথা জানতে পারে যুক্তরাষ্ট্র। ইস্তানবুলে সৌদি কনস্যুলেটে ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জামাল খাসোগি নিহ'ত হওয়ার সাত মাস পরের ঘটনা এটি। খাদিজাকে বিয়ে করতে প্রয়োজনীয় কাগজপত্র আনতে কনস্যুলেটে ঢোকার পর আর ফিরে আসতে পারেননি তিনি।

তবে এই তুর্কি নারীর ওপর সৌদির ন'জ'রদারির চেষ্টা ইলেক্ট্রনিক নাকি শারীরিক ছিল, কিংবা সেই চেষ্টা সফল হয়েছে কিনা, তা পরিষ্কার হওয়া সম্ভব হয়নি। জানা গেছে যে খাদিজাকে এভাবেই নজরদারির নি'শা'না করা হয়েছিল বলে গোয়ে'ন্দা সংস্থাগুলোর আ'শ'ঙ্কা। খাসোগি হ'ত্যার ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝর ওঠার পরেই ব্রিটেনে তাকে নি'শা'না করার প্রস্তুতি নিয়েছিল সৌদি।

এ ঘটনা কূ'টনৈ'তিক সম্প্রদায়ের মধ্যে স'ত'র্কতার কারণ হবে বলে মনে করা হচ্ছে। এছাড়া সৌদি ন'জ'রদারি নিয়ে মানবাধিকার কর্মীদের উদ্বে'গকেও আরও সামনে নিয়ে এসেছে। তাদের অভিযোগ, ভিন্নমতাবলম্বী ও স'মালো'চকদের পর্যবেক্ষণ ও ভ'য় দেখাতে ন'জ'রদারি সিস্টেমকে ব্যবহার করে আসছে সৌদি।
সূত্র:mtnews24

captcha