IQNA

স্টকহোম ইসলামিক সেন্টারে:

নবী নন্দিনীর শাহাদাত উপলক্ষে সুইডেনে দুই ভাষায় শোকানুষ্ঠান

18:02 - January 27, 2020
সংবাদ: 2610114
আন্তর্জাতিক ডেস্ক: বিশ্ব দুলালী নবী নন্দিনী হযরত ফাতেমা জাহরা (সা. আ.)এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে সুইডেনের রাজধানী স্টকহোমের ইমাম আলী (আ.) ইসলামিক সেন্টারে ফার্সি ও ইংরেজি ভাষায় শোকানুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: বিশ্ব দুলালী নবী নন্দিনী খাতুনে জান্নাত হযরত ফাতেমা জননীর পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে স্টকহোমের ইমাম আলী (আ.) ইসলামিক সেন্টারের কর্তৃপক্ষ সকলকে শোক ও সমবেদনা জানিয়ে ঘোষণা করেছে: বিশ্বের নারীদের সর্বোচ্চ রোল মডেল এবং মুসলিম, বিশেষত মহিলা ও মেয়েদের মধ্যে ফাতেমা (সা. আ.) সংস্কৃতির প্রসারের স্মরণে এক শোক মজলিশের আয়োজন করা হয়েছে।

হযরত ফাতেমা জাহরা (সা. আ.)এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত উক্ত শোক মজলিশ ফার্সি ভাষায় ২৮শে জানুয়ারি স্থানীয় সময় ১৯টায় স্টকহোমের ইমাম আলী (আ.) ইসলামিক সেন্টারের মুসাল্লায় অনুষ্ঠিত হবে। শোকানুষ্ঠান টানা তিন দিন তথা ৩০শে জানুয়ারি পর্যন্ত অব্যাহত থাকবে।

পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে উক্ত শোকানুষ্ঠানের সূচনা হবে। এছাড়াও অনুষ্ঠানের কর্মসূচির মধ্যে হযরত ফাতেমা জাহরা (সা. আ.)এর জিয়ারতনামা, বক্তৃতা, মর্সিয়া, নওহা ও মাতম ও রাতের খাবার অন্তর্ভুক্ত থাকবে।

এই অনুষ্ঠানে আহলে বায়েত (আ.)এর শানে বক্তৃতা পেশ করবেন। হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন জাহাঙ্গীর। এছাড়াও ৩১শে জানুয়ারি স্থানীয় সময় ১৯টা থেকে ২১টা পর্যন্ত ইংরেজি ভাষায় স্টকহোমের ইমাম আলী (আ.) ইসলামিক সেন্টারের মুসাল্লায় শোক মজলিশ অনুষ্ঠিত হবে।iqna

captcha