IQNA

ইরাকে মন্ত্রিসভা গঠনের দায়িত্ব পেলেন সাবেক সংসদ সদস্য আলাভি

0:09 - February 03, 2020
সংবাদ: 2610163
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালিহ দেশটির সাবেক পার্লামেন্ট সংসদ সদস্য মোহাম্মাদ তৌফিক আলাভিকে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের আহ্বান জানিয়েছেন। এ সম্পর্কে আলাভি বলেছেন, প্রেসিডেন্ট তাকে মন্ত্রিসভা গঠন করার আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: মোহাম্মাদ তৌফিক আলাভি শনিবার ফেসবুকে প্রকাশিত এক ভিডিও বার্তায় এ খবর জানিয়ে প্রেসিডেন্ট বারহাম সালিহকে ধন্যবাদ জানান। তিনি বলেন, যত শীঘ্র সম্ভব তিনি ইরাকে আগাম নির্বাচন দিয়ে পরবর্তী নির্বাচিত সরকার গঠনের পথ সুগম করবেন।

ইরাকের প্রেসিডেন্টের দফতর অবশ্য নয়া প্রধানমন্ত্রী নিয়োগের ব্যাপারে এখনো কোনো ঘোষণা দেয়নি। মোহাম্মাদ তৌফিক আলাভি ২০০৩ সালে সাবেক স্বৈরশাসক সাদ্দাম হোসেনের পতনের থেকে এ পর্যন্ত দুই দফা ইরাকের সংসদ সদস্য ছিলেন।এ ছাড়া, সাবেক প্রধানমন্ত্রী নুরি আল-মালিকির শাসনামলে তিনি যোগাযোগমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

ইরাকের বিদায়ী প্রধানমন্ত্রী আদিল আব্দুল-মাহদি সম্প্রতি তার সরকারের বিরুদ্ধে গণবিক্ষোভের জের ধরে পদত্যাগ করেন। বর্তমানে তিনি প্রেসিডেন্টের অনুরোধে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। iqna

 

captcha