IQNA

সিরিয় বাহিনীর অভিযানের মুখে তাকফিরি-মুক্ত হলো আরও এক অঞ্চল

19:50 - February 04, 2020
সংবাদ: 2610169
আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার সেনাবাহিনী ইদলিব প্রদেশের নায়রব মিনিটাউনকে তাকফিরি সন্ত্রাসীদের দখল থেকে মুক্ত করেছে। এ লড়াইয়ে সিরিয় সেনাবাহিনীকে সহায়তা করেছে দেশটির জনপ্রিয় যোদ্ধা-গোষ্ঠীগুলো।

সিরিয় বাহিনীর অভিযানের মুখে তাকফিরি-মুক্ত হলো আরও অঞ্চলসানা নিউজের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: বিদেশি মদদপুষ্ট তাকফিরি সন্ত্রাসীদের শেষ বড় ঘাঁটির বিরুদ্ধে সিরিয় বাহিনী যে অভিযান চালাচ্ছে এ বিজয়ের মধ্য দিয়ে তা আরও জোরদার হলো। তাকফিরি সন্ত্রাসীদেরকে ঘিরে ফেলার পদক্ষেপ আরও শক্তি অর্জন করল।

সিরিয় গোলন্দাজ বাহিনীর নির্ভুল আঘাতে তাকফিরিদের অনেক অবস্থানই মাটির সঙ্গে মিশে গেছে। সদ্য মুক্ত অঞ্চলে চিরুনি অভিযান চালানোর সময়ে সরকারি বাহিনী অনেকগুলো মাটির তলের সুড়ঙ্গ এবং পরিখার খোঁজ পেয়েছে। সন্ত্রাসীরা এগুলোকে সরকারি বাহিনীরর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপন করা, গোলাবারুদ মজুদ রাখা এবং গোপনে চলাচলের কাজে ব্যবহার করত।

প্রতিবেদন অনুযায়ী, সিরিয়ার সেনাবাহিনী এই মিনিটাউনে আধিপত্য বিস্তারের মাধ্যমে সন্ত্রাসীদের যোগাযোগের মূল কেন্দ্র অর্থাৎ সরাকিব এবং জেরিকো শহরে সন্ত্রাসীদের যোগাযোগের সকল পথ বন্ধ করে দিয়েছে। iqna

 

captcha