IQNA

আত্মসমর্পণ করলো তালেবানের ৪০০ সদস্য

21:03 - February 05, 2020
সংবাদ: 2610178
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের হেরাত ও ঘোড় প্রদেশে নিরাপত্তা ও প্রতিরক্ষা বাহিনীর বিশেষ অভিযানের সময় তালেবানের ৪০০ সদস্য সেদেশের সরকারের নিকট আত্মসমর্পণ করেছে।

কাবুল মর্নিং পত্রিকার বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল (৪র্থ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে ঘোষণা করেছে, ঘোড় প্রদেশ থেকে তালেবানে ৩৪৩ জন সদস্য এবং হেরাত প্রদেশ থেকে ৫৭ জন সদস্য নিরাপত্তা বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে।

এই বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, তালেবানের কমান্ডার মোল্লা নাসের তার ২০ জন সহযোগী, মোল্লা সালাহুদ্দিন তার ৩১ জন সহযোগী এবং আব্দুল আহাদ তার ৮ জন সহযোগীকে সাথে নিয়ে নিরাপত্তা বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ৩য় ফেব্রুয়ারি ঘোর এবং হেরাত প্রদেশে থেকে তালেবানের ৫৯ জন সদস্য নিরাপত্তা বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে। iqna

captcha