IQNA

আফগানিস্তানে মার্কিন দুই সেনা নিহত

20:23 - February 09, 2020
সংবাদ: 2610201
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশে আফগান সামরিক পোশাক পরিহিত ব্যক্তিদের গুলিবর্ষণে বহু মার্কিন সেনা হতাহত হয়েছে।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: আফগানিস্তানে মোতায়েন মার্কিন সেনা মুখপাত্র কর্নেল সনি লেগেট বলেছেন,নানগারহার প্রদেশে মার্কিন ও আফগান সেনাদের একটি যৌথ বাহিনী এক অভিযান পরিচালনা করার সময় সরাসরি গুলিবর্ষণের শিকার হয়।

কাবুলে একজন মার্কিন কর্মকর্তা এ ঘটনায় তাদের দুই সেনা নিহত ও ছয় মার্কিন সেনা আহত হয়েছে বলে দাবি করেছেন। অন্যদিকে হামলায় একজন আফগান সেনা নিহত ও তিন সৈন্য আহত হয়েছে বলে কাবুল জানিয়েছে।

আফগানিস্তানে কথিত সন্ত্রাস বিরোধী যুদ্ধ চালানো ও দেশটির নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক করতে ২০০১ সালে সেখানে আগ্রাসন চালায় ইঙ্গো-মার্কিন সেনারা। প্রায় দুই দশকেও পশ্চিমা সেনারা আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক করতে পারেনি। বর্তমানে আফগানিস্তানে ১৩ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে।

এখনও পর্যান্ত কোন গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি, তবে এই এলাকায় তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ তথা আইএস ব্যাপকভাবে সক্রিয় রয়েছে।  iqna

 

captcha