IQNA

মিশরে ২৭তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা শুরু

20:17 - February 10, 2020
সংবাদ: 2610207
আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের ৬৩টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণের মাধ্যমে ২৭তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা শুরু হয়েছে।

সাদি আল-বালাদ সংবাদ সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: মিশরের এনডোমেন্ট মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৬৩টি দেশের মোট ৮৫ জন প্রতিনিধির অংশগ্রহণের মাধ্যমে ২৭তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান শুরু হয়েছে। এই প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান ৮ম ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে।

কায়রোর একটি হোটেলে অনুষ্ঠিতব্য এই প্রতিযোগিতার বিচারকার্যে আরব ও ইসলামিক দেশের ১০ জন বিচারক উপস্থিত রয়েছেন।

প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তৃতায় মিশরের এনডোমেন্ট মন্ত্রী “মোহাম্মাদ মোখতার জুমা” বলেছেন: মিশরের প্রধানমন্ত্রী মোস্তফা মেদবোলি’র প্রতিনিধিত্বে কুরআনিক সেবা প্রদানের জন্য ১২৫০টি কুরআনিক স্কুল চালু করা হয়েছে।

মিশরে ২৭তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠানটি “ওস্তাদ আব্দুল বাসেত আব্দুস সামাদ” শিরোনামে অনুষ্ঠিত হচ্ছে। এই প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার হিসেবে ১২ লাখ মিশরীয় পাউন্ড অনুদান করা হবে।

মোট ৫টি বিভাগে এই প্রতিযোগিতার অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে:

  1. পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে ধর্মীয় বিজ্ঞান বা আরবি ভাষার স্নাতক ডিগ্রির নীচের ছাত্র-ছাত্রীদের জন্য মাফাহিম, তাফসির ও তাজবিদ সহকারে সম্পূর্ণ কুরআন হেফজ

  2. ৩০ বছরের নীচের ব্যক্তিদের জন্য সুললিত কণ্ঠে মাফাহিম ও তাজবিদ সহকারে সম্পূর্ণ কুরআন হেফজ

  3. আফ্রিকান ক্বারিদের জন্য সুললিত কণ্ঠে তাজবিদ সহকারে সম্পূর্ণ কুরআন হেফজ

  4. ১২ বছরের নীচের কিশোর-কিশোরীদের জন্য তাজবিদ সহকারে সম্পূর্ণ কুরআন হেফজ

  5. আফ্রিকান ক্বারিদের জন্য সম্পূর্ণ কুরআন হেফজ।

২৭তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান টানা ১৩ই ফেব্রুয়ারি পর্যন্ত অব্যাহত থাকবে। এই প্রতিযোগিতায় শীর্ষ স্থানে উত্তীর্ণদের মাঝে পুরস্কার বিতরণের অনুষ্ঠান আগামী রমজান মাসের ২৭ তারিখে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি’র উপস্থিতিতে অনুষ্ঠিত হবে। iqna

 

captcha