IQNA

সোলাইমানিকে হত্যা করে আমেরিকা সমস্ত রেড লাইন ক্রস করেছে: হিজবুল্লাহ

23:56 - February 14, 2020
সংবাদ: 2610230
আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র কুদস ফোর্সের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করে আমেরিকা সমস্ত রেড লাইন ক্রস করেছে।

পার্সটুডের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: গতরাতে লেবাননের রাজধানী বৈরুতে দেয়া এক ভাষণে হাসান নাসরুল্লাহ বলেন, মার্কিনীদের জানতে হবে যে, জেনারেল সোলাইমানিকে হত্যা করে তারা সমস্ত রেডলাইন করেছে এবং আঞ্চলিক সব সমীকরণ পাল্টে দিয়েছে। এই ঘটনা মধ্যপ্রাচ্যের প্রতিরোধ ফ্রন্টকে আমেরিকার বিরুদ্ধে শক্তিশালী করেছে। হাসান নাসরুল্লাহর এ বক্তব্য টেলিভিশনের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়।

হাসান নাসরুল্লাহ বলেন, জেনারেল সোলাইমানি হত্যাকাণ্ডের ঘটনা মুসলিম উম্মাহকে তাদের সবচেয়ে নিকৃষ্ট শত্রু ও বড় শয়তান আমেরিকাকে চেনার সুযোগ করে দিয়েছে। গতকালের ভাষণে সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি আইন আল-আসাদের ওপর ইরানের পক্ষ থেকে ক্ষেপণাস্ত্র হামলার প্রশংসা করেন।

হিজবুল্লাহ মহাসচিব বলেন, জেনারেল সোলাইমানি ও আবু মাহদি আল-মুহান্দিসের শাহাদাতের মধ্যদিয়ে মধ্যপ্রাচ্যের প্রতিরোধ ফ্রন্ট অনেক বড় কিছু অর্জন করেছে। এ দুই কমান্ডারের প্রভাব আগের যেকোনো সময়ের চেয়ে এখন বেশি। প্রতিরোধ ফ্রন্টের শক্তি বাড়ানোর কাজে জেনারেল কাসেম সোলাইমানি যে ভূমিকা রেখে গেছেন তার আন্তরিক প্রশংসা করেন সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ।

গত ৩ জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানি ও ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিটের সেকেন্ড-ইন-কমান্ড আবু মাহদি আল-মুহান্দিসকে ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে হত্যা করে মার্কিন সেনারা। জবাবে ইরান ৮ জানুয়ারি মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। iqna

 

captcha