IQNA

ভোট দেওয়ার পর সর্বোচ্চ নেতা;

জাতীয় স্বার্থের প্রতি যারা আকর্ষিত, তারাই নির্বাচনে অংশ গ্রহণ করবে

19:17 - February 21, 2020
সংবাদ: 2610273
তেহরান (ইকনা)- ইসলামি প্রজাতন্ত্র ইরানের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। স্থানীয় সময় আজ (শুক্রবার) সকাল আটটায় নির্বাচনী কেন্দ্রগুলোতে ভোট গ্রহণ শুরু হয়।

ভোট গ্রহণের সূচনা লগ্নে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী তেহরানের ইমাম খোমেনী (রহ.) হোসাইনিয়া কেন্দ্রে তার ভোটাধিকার প্রয়োগ করেন। সেখানে তিনি বলেন, নির্বাচন জাতীয় স্বার্থ রক্ষার নিশ্চয়তা দেয়; এটি মানুষের ধর্মীয় দায়িত্বও বটে। যে ব্যক্তি জাতীয় স্বার্থ রক্ষার কথা ভাবেন, তার উচিত নির্বাচনে অংশ নেয়া এবং ভোট দেয়া। নির্বাচনকে সর্বোচ্চ নেতা জাতীয় উৎসবের দিন হিসেবে আখ্যায়িত করেন।

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, নির্বাচন জাতীয় স্বার্থ রক্ষার নিশ্চয়তা দেয়; এটি মানুষের ধর্মীয় দায়িত্বও বটে। তিনি আজ (শুক্রবার) সকালে তেহরানের ইমাম খোমেনী হোসাইনিয়া কেন্দ্রে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়ে একথা বলেন। জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি আজ বিশেষজ্ঞ পরিষদের মধ্যবর্তী নির্বাচনও অনুষ্ঠিত হচ্ছে।

সর্বোচ্চ নেতা বলেন, যে ব্যক্তি জাতীয় স্বার্থ রক্ষার কথা ভাবেন, তার উচিত নির্বাচনে অংশ নেয়া এবং ভোট দেয়া। নির্বাচনকে সর্বোচ্চ নেতা জাতীয় উৎসবের দিন হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, নির্বাচনের দিন হচ্ছে জাতীয় নাগরিক অধিকার সংরক্ষণের দিন।

যে ব্যক্তি নির্বাচনে অংশ নিলেন তিনি দেশ ব্যবস্থাপনায় ভূমিকা রাখতে চান বলে প্রমাণিত হয়। এছাড়া, নির্বাচনকে তিনি ধর্মীয় দায়িত্ব বলেও বিশেষ গুরুত্ব দিয়ে উল্লেখ করেন। সর্বোচ্চ নেতা তার বক্তব্যের শেষে ইরানের জনগণের জন্য সর্বশক্তিমান আল্লাহর কাছে মোনাজাত করেন।


  • আরও পড়ুন:

প্রতিটি নির্বাচন মার্কিন-ইসরাইলি চক্রান্ত নস্যাৎ করতে ভূমিকা রাখছে: ইরানের সর্বোচ্চ নেতা


 

আজকের নির্বাচনের মাধ্যমে ইরানের ভোটাররা জাতীয় সংসদের ২৯০টি আসনের সদস্য নির্বাচন করার পাশাপাশি বিশেষজ্ঞ পরিষদের সাত সদস্য নির্বাচিত করবেন। জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সারাদেশে তবে বিশেষজ্ঞ পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে তেহরান, কোম, উত্তর খোরাসান, খোরাসান রাজাভি এবং ফার্স প্রদেশে। iqna

captcha