IQNA

আইন আল-আসাদে প্রবেশ করল মার্কিন সামরিক কার্গো প্লেন

21:48 - February 23, 2020
সংবাদ: 2610287
তেহরান (ইকনা)- একটি সংবাদ সূত্র ইরাকের আনবার প্রদেশের আইন আল-আসাদে মার্কিন সামরিক কার্গো বিমান প্রবেশের খবর জানিয়েছে।

কিছুদিন আগে ওয়াশিংটন আনুষ্ঠানিকভাবে বাগদাদকে জানিয়েছে যে, নিজেদের স্বার্থ, ঘাঁটি ও সেনাদের সুরক্ষার জন্য প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করবে। সেজন্য গতকাল ইরাকের আনবার প্রদেশের আইন আল-আসাদ ঘাঁটিতে মার্কিন সামরিক কার্গো বিমান প্রবেশ করেছে।

প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি ইরাকের আইন আল-আসাদে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা জন্য উন্নত মানের বিমান প্রতিরক্ষা ডিভাইস ইরাকে আনা হয়েছে।

এর পূর্বেও এক সংবাদ উৎস কিরকুকের মার্কিন সামরিক ঘাঁটি K1-এ রকের হামলার খবর জানিয়েছিল।

উল্লেখ্য যে, ইরাকি সংসদে মার্কিন সেনা বহিষ্কারের ব্যাপারে একটি বিল পাশ হওয়র পর সেদেশের আনবার প্রদেশের আইন আল-আসাদে মার্কিন সামরিক পণ্যসম্ভার বিমান প্রবেশ করেছে। iqna

 

captcha