IQNA

পদত্যাগ করলেন মাহাথির মোহাম্মদ

21:35 - February 24, 2020
সংবাদ: 2610294
তেহরান (ইবনা)- মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ পদত্যাগ করেছেন। একইসঙ্গে মাহাথিরের দল পার্টি প্রিবুমি বেরসাতু মালয়েশিয়া জোট সরকার পাকাতান হারাপান থেকেও পদত্যাগ করেছে।

আজ (সোমবার) বেলা একটার দিকে তিনি তার পদত্যাগপত্র মালয়েশিয়ার রাজা ইয়াং দি-পেরতুয়ান আগংগের কাছে পাঠিয়েছেন বলে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়েছে। উত্তরসূরি আনোয়ার ইব্রাহিমকে বাদ দিয়ে দেশটিতে নতুন সরকারি জোট গঠন করা হবে- এমন গুঞ্জনের মধ্যেই পদত্যাগ করলেন মাহাথির।

এর আগে শুক্রবার ক্ষমতাসীন জোটের প্রেসিডেন্সিয়াল কাউন্সিলের বৈঠকের পর মাহাথির মোহাম্মদ সংবাদ সম্মেলনে বলেছিলেন, নভেম্বরে অ্যাপেকের সম্মেলনে তিনি সভাপতিত্ব করবেন। এরপর পদত্যাগ করবেন কি না সেই বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

এরপর রোববার রাতে বলা হয় যে, মাহাথিরের দল নতুন সরকার গঠন করছে। এতে তার সম্ভাব্য উত্তরসূরী আনোয়ার ইব্রাহিমকে বাদ দেয়া হবে। কিন্তু সব জল্পনার অবসান ঘটিয়ে এর আগেই পদত্যাগ করলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রধানমন্ত্রী মাহাথির।

৯৪ বছর বয়সী মাহাথির ২০১৮ সালে দ্বিতীয় মেয়াদে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ করেন। নির্বাচনে জয়ের পরে পাকাতান হারাপান জোটের প্রধান হিসেবে ওই বছরের ১০ মে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তিনি।

এই জোটের বৃহত্তম দলটির প্রধান হলেন আনোয়ার ইব্রাহিম। সেসময় তাদের মধ্যে চুক্তি হয় নির্বাচনে বিজয়ী হলে ক্ষমতার অর্ধেক মেয়াদে প্রধানমন্ত্রী থাকবেন মাহাথির। বাকি অর্ধেক সময় তিনি ক্ষমতা হস্তান্তর করবেন আনোয়ার ইব্রাহিমের কাছে। কথা ছিল গত বছরের ডিসেম্বরে আনোয়ার ইব্রাহিমের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন মাহাথির মোহাম্মদ। কিন্তু ওই চুক্তি থেকে বের হয়ে আসেন তিনি।

এ নিয়ে গত কিছুদিন যাবত মালয়েশিয়ার ক্ষমতাসীন পাকাতান হারাপান জোটের নেতারা দফায় দফায় বৈঠক করার কারণে জোট ভেঙে যাওয়ার শঙ্কা দেখা দেয়। রোববার মাহাথির মোহাম্মদের দলকে অভিযুক্ত করে তাদেরকে বিশ্বাসঘাতক বলে অভিহিত করেছেন আনোয়ার ইব্রাহিম। তার অভিযোগ, মাহাথির মোহাম্মদের দল ২০১৮ সালে ক্ষমতা থেকে উৎখাত হওয়া ইউনাইটেড মালয়স ন্যাশনাল অর্গানাইজেশনের (ইউএমএনও) সঙ্গে নতুন সরকার গঠনের ষড়যন্ত্র করছে। iqna

 

captcha