IQNA

তুরস্কের ড্রোন ধ্বংস করল সিরিয়ার সেনাবাহিনী

21:06 - February 26, 2020
সংবাদ: 2610310
তেহরান (ইকনা)- সিরিয়ার ইদলিবের অদূরে তুরস্কের একটি ড্রোন ভূপাতিত করেছে সেদেশের সেনাবাহিনী। বিশাল আকৃতির ওই ড্রোনের ছবি ও ভিডিও প্রকাশিত হয়েছে।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘সানা’ জানিয়েছে, গতকাল (মঙ্গলবার) তুর্কি বাহিনী ইদলিবের দক্ষিণের ‘দাদিখ’ এলাকার আকাশে একটি ড্রোন উড়ায়। এরপরই সেটিকে ভূপাতিত করে সিরিয়ার সেনাবাহিনী।

সম্প্রতি সিরিয়া ঘোষণা করেছে, সেদেশের আকাশসীমা লঙ্ঘনকারী যে কোনো ড্রোন ও বিমানকে ধ্বংস করা হবে।

এদিকে, সিরিয়ার বিমান বাহিনী ইদলিবের উত্তর-পশ্চিমাঞ্চলীয় তাফতানায বিমান বন্দরে বোমাবর্ষণ করেছে। ওই বিমান বন্দরে তুর্কি সেনারা অবস্থান করছে।

ইদলিব প্রদেশকে সন্ত্রাসীমুক্ত করতে সিরিয়ার সামরিক বাহিনী অভিযান জোরদার করার পর তুরস্ক সেখানে সেনা পাঠিয়েছে এবং সন্ত্রাসীদের পক্ষ নিয়ে সিরিয়ার সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে বলে দামেস্ক জানিয়েছে।

সিরিয়ার সরকার বলেছে, তাদের অনুমতি ছাড়া যেসব বিদেশি সেনা সিরিয় ভূখণ্ডে প্রবেশ করেছে তারা আগ্রাসী হিসেবে গণ্য হবে এবং তাদের মোকাবেলা করা হবে।  iqna

captcha