IQNA

ইরানে সুস্থ হয়ে ঘরে ফিরলেন করোনাভাইরাস আক্রান্ত ৭৩ রোগী; মৃত ৩৪

20:05 - February 28, 2020
সংবাদ: 2610320
তেহরান (ইকনা)- ইরানে করোনাভাইরাসে আক্রান্ত ৭৩ রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছেন বলে জানিয়েছে ইরানের স্বাস্থ্য ও চিকিৎসা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের গণসংযোগ বিভাগের প্রধান কর্মকর্তা কিয়ানুশ জাহানপুর আজ (শুক্রবার) তেহরানে সাংবাদিকদের এ তথ্য জানান।

ইরানে এ পর্যন্ত ৩৮৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে জানিয়ে তিনি বলেন, দুঃখজনকভাবে এই রোগে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৩৪ জনের মৃত্যু হয়েছে।

জাহানপুর বলেন, যারা কেভিড-২০১৯ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের গড় বয়স ৫০ বছর এবং প্রাণ হারানো ব্যক্তিদের গড় বয়স ৬০ বছর।

চীনের উহান শহর থেকে ২০১৯ সালের ডিসেম্বর মাসে করোনাভাইরাসের উৎপত্তি হয়। চীনের ৩০টি প্রদেশ ছাড়াও আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, জাপান, ইরান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ ৫০টি দেশে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে।

বিশ্বে এ পর্যন্ত ৮৩ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে যাদের মধ্যে ৩৬ হাজার লোক সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ ছাড়া এ পর্যন্ত অন্তত ২,৮০০ মানুষ এ রোগে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন।
সূত্র: parstoday

captcha