IQNA

জেনারেল সোলাইমানি ছিলেন দায়েশের এক নম্বর শত্রু | ভিডিও

0:05 - February 29, 2020
সংবাদ: 2610322
তেহরান (ইকনা)- আমেরিকান লেখক এবং সাংবাদিক স্টিভেন কিজার বিশ্বাস করেন, যে ব্যক্তি ডোনাল্ড ট্রাম্পের সন্ত্রাসবাদী কর্মের শিকার হয়েছেন, তিনি ছিলেন সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের এক নম্বর শত্রু।

লেখক এবং সাংবাদিক স্টিভেন কিজার এক সাক্ষাৎকারে বলেন: ডোনাল্ড ট্রাম্পের সন্ত্রাসী হামলায় ইরানের জেনারেল কাসেম সোলাইমানি নিহত হন। অথচ তিনি ছিলে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের এক নম্বর শত্রু।


উল্লেখ্য যে, গত ৩ জানুয়ারি ভোররাতে ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেঃ জেনারেল সোলাইমানিকে হত্যা করে সন্ত্রাসী ও দখলদার মার্কিন সেনারা। ওই হামলায় ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন হাশদ আশ-শাবি’র উপ প্রধান আবু মাহদি আল-মুহানদিস’সহ মোট ১০ জন শহীদ হন।


স্টিভেন কিজারের এই সাক্ষাৎকারটি বার্তা সংস্থা ইকনা’র দর্শনার্থীদের জন্য নীচে তুলে ধরা হল:

iqna

 

captcha