IQNA

ইদলিবে তুর্কি বাহিনীর উপর সিরিয়ার সেনাদের হামলা

22:58 - February 29, 2020
সংবাদ: 2610326
তেহরান (ইকনা)- ইদলিবে দায়েশ তথা আইএস সন্ত্রাসীদের ঘাঁটিতে সিরিয়ার সেনাবাহিনী ও মিত্র বাহিনীর হামলায় তুরস্ক ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে এবং সিরিয়ার বিরুদ্ধে পাল্টা হামলার হুমকি দিয়েছে। এরই মধ্যে তুরস্কের সেনাবাহিনী ইদলিবে সিরিয়ার সেনা অবস্থানে কয়েক দফা হামলা চালিয়েছে এবং তুর্কি সেনারা সিরিয়ার উত্তরাঞ্চলে প্রবেশ করেছে।

অন্যদিকে, সিরিয়ার সেনাবাহিনী ইদলিব প্রদেশে সন্ত্রাসীদের কয়েকটি ঘাঁটি দখল করেছে এবং তুর্কি সেনাদের সঙ্গেও তাদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ইদলিবে সিরিয়া ও রাশিয়ার যৌথ বিমান হামলায় তুরস্কের ৩৪ সেনা নিহত হয়েছে।

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান হুমকি দিয়েছিলেন, আস্তানা ও সুচি সম্মেলনে যে সমঝোতাকে উপেক্ষা করে তুর্কি সেনাদের ওপর হামলা চালানো হলে তারাও সিরিয়ার সেনাদের ওপর হামলা চালাবে।

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে তুর্কি সর্মথিত সন্ত্রাসীদের ওপর প্রচণ্ড আঘাত হেনেছে সিরিয়ার সরকারি বাহিনী। সিরিয়ার বিমান হামলায় তুরস্কের কয়েক ডজন সেনা মারা যাওয়ার পর যখন দামেস্ক এবং আঙ্কারার মধ্যে প্রচণ্ড উত্তেজনা চলছে তখন তুর্কি সমর্থিত সন্ত্রাসীদের ওপর সিরিয় সেনাদের হামলার খবর এলো।

সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছে, গতকাল (শুক্রবার) সিরিয়ার সরকারি বাহিনী সন্ত্রাসীদের বিরুদ্ধে দিনব্যাপী জোরালো অভিযান চালিয়েছে। ইদলিব প্রদেশের সারাকেব শহরের আশপাশে এই অভিযান চলে।

সানা বলছে, সিরিয়ার ইদলিব শহরের যেসব সন্ত্রাসী এখন তৎপর রয়েছে তারা তুরস্কের সামরিক বাহিনী থেকে সরাসরি তুর্কি সেনাদের সমর্থন পাচ্ছে এবং তুর্কি বাহিনী সন্ত্রাসীদেরকে গোলাবারুদ সরবরাহ করছে।

সানা আরো বলছে, সিরিয়ার সরকারি বাহিনীর অবস্থানে সন্ত্রাসীরা যেসব হামলা চালাচ্ছে তার সরাসরি নেতৃত্ব দিচ্ছে তুরস্কের সেনারা। iqna

captcha