IQNA

কাবুলে সন্ত্রাসী হামলার দায় স্বীকার করল দায়েশ

2:09 - March 10, 2020
সংবাদ: 2610387
তেহরান (ইকনা)- তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ তথা আইএস আফগানিস্তানের নতুন প্রেসিডেন্টের শপথ গ্রহণের অনুষ্ঠানের কাছে ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করেছে।

সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ কাবুলে আফগান প্রেসিডেন্ট ভবনের আশরাফ গনির শপথ গ্রহণের অনুষ্ঠান চলাকালীন সময় ক্ষেপণাস্ত্র হামলা ও গুলি বর্ষণের দায় স্বীকার করেছে।

গতকাল সকালে প্রেসিডেন্ট প্রাসাদে আফগানিস্তানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ আশরাফ গনির শপথ গ্রহণের অনুষ্ঠান চলাকালীন সময় এই প্রাসাদের নিকটে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।

এই সন্ত্রাসী হামলার ঘটনা ঠিক তখনই ঘটে, যখন প্রেসিডেন্ট ভবনের নিকটে আশরাফ গনির প্রধান প্রতিদ্বন্দ্বী আবদুল্লাহ আবদুল্লাহ অপর এক অনুষ্ঠানে শপথ গ্রহণ করেন।
তার প্রতিদ্বন্দ্বী আবদুল্লাহ আবদুল্লাহ একই অবস্থানের কাছে পৃথক উদ্বোধন করতে গিয়ে এই সন্ত্রাসী ঘটনাটি ঘটেছিল।  iqna

 

captcha