IQNA

ভয়ংকর মিথ্যা অভিযোগ করার ব্যাপারে আমেরিকাকে সতর্ক করল ইরান

20:36 - March 13, 2020
সংবাদ: 2610407
তেহরান (ইকনা)- ইসলামি প্রজাতন্ত্র ইরান বলেছে, অন্য দেশগুলোকে দায়ী না করে বরং মধ্যপ্রাচ্যে মোতায়েন দখলদার মার্কিন সেনাদের সম্পর্কে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আচরণে পরিবর্তন আনা জরুরি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি আজ (শুক্রবার) একথা বলেছেন।

ইরাকের তাজি সামরিক ঘাঁটিতে মোতায়েন মার্কিন সেনাদের ওপর সাম্প্রতিক হামলার ব্যাপারে আমেরিকা ইরানকে দোষারোপ করে যে বক্তব্য দিয়েছে তা নাকচ করে দেন ইরানের মুখপাত্র। তিনি বলেন, “মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই অভিযোগ ভিত্তিহীন। এ ধরনের বিপজ্জনক ও ভিত্তিহীন অভিযোগ না তুলে ট্রাম্পের উচিত- মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা উপস্থিতির বিষয়টি পুনর্বিবেচনা করা। পার্সটুডে

নিজের অযৌক্তিক কাজ বৈধ করা এবং দায়িত্ব এড়িয়ে অন্যদের বিরুদ্ধে অভিযোগ তোলার অভ্যাস পরিত্যাগ করার জন্য তিনি আমেরিকার প্রতি আহ্বান জানান। ইরাকে মোতায়েন মার্কিন সেনাদের ওপর যে হামলা হয়েছে তা দেশটিতে মার্কিন সেনাদের জবরদস্তিমূলক উপস্থিতির পরিণতি বলেও মন্তব্য করেন ইরানের মুখপাত্র। তিনি আরো বলেন, আমেরিকা যখন ইরাকের যোদ্ধা ও কমান্ডারদেরকে হত্যা করছে তখন মার্কিন সেনারা নিহত হলে ওয়াশিংটন কাউকে দোষারোপ করতে পারে না।

গত বুধবার ইরাকের তাজি সামরিক ঘাঁটিতে অন্তত ১৮টি কাতিউশা রকেট আঘাত হানে এবং এতে দুজন মার্কিন ও একজন ব্রিটিশ সেনা নিহত হয়। কোনো ব্যক্তি বা গোষ্ঠি এ হামলার দায়িত্ব স্বীকার করে নি কিন্তু গতকাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘সম্ভবত ইরান সমর্থিত কোন গোষ্ঠী এই হামলা চালিয়েছে’। https://iqna.ir/fa/news/3885033iqna

 

captcha