IQNA

মিশরে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার সমাপনি অনুষ্ঠান + ছবি

19:29 - March 13, 2020
সংবাদ: 2610408
তেহরান (ইকনা)- মিশরের “পোর্ট সায়িদ” প্রদেশে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে তৃতীয়বর্ষ আন্তর্জাতিক কুরআন ও দোয়া প্রতিযোগিতার সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উক্ত প্রতিযোগিতার অনুষ্ঠান “শাইখ সাইয়্যেদ মুহাম্মদ তাকশ্বান্দী” শিরোনামে অনুষ্ঠিত হয়েছে। ‌১০ম মার্চ এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই প্রতিযোগিতার সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


প্রতিযোগিতার প্রত্যেক বিভাগে শীর্ষ স্থানে উত্তীর্ণ তিন জনের মাঝে পোর্ট সায়িদ প্রদেশের গভর্নর “আদেল আল-গাজবান” মূল্যবান পুরস্কার তুলে দেন। চারটি বিভাগে মোট ১২ জন শীর্ষ স্থানে উত্তীর্ণ হয়েছেন।


প্রতিযোগিতায় ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রিটেন, রাশিয়া এবং আরব দেশগুলোসহ এশিয়া, আফ্রিকা, ইউরোপ এবং লাতিন আমেরিকার মোট ৪১টি দেশের প্রতিনিধি অংশগ্রহণ করেছেন। আল-আজহার কুরআন সংশোধন কমিটির চেয়ারম্যান আবদুল করিম সালেহ এবং আল-আজহার জামে মসজিদের পেশ ইমাম আব্দুল ফাত্তাহ তারুতী এবং শাইখ মুহাম্মাদ যাগলুলের তত্ত্বাবধায়নে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।


মরক্কোর মোহাম্মদ তোরাবি এবং ইয়েমেনের মোহাম্মদ আল সাদিকসহ অন্যান্য দক্ষ বিচারকমণ্ডলী এই প্রতিযোগিতার বিচারকার্য পরিচালনা করেছেন। iqna

 

 

captcha