IQNA

কাবুলে শিখ মন্দিরে হামলার দায় স্বীকার করল দায়েশ

19:02 - March 27, 2020
সংবাদ: 2610487
তেহরান (ইকনা)- আফগানিস্তানের রাজধানী কাবুলে শিখ মন্দিরে রক্তক্ষয়ী হামলার দায় স্বীকার করেছে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ তথা আইএস।

গতকাল সকালে কাবুলে শিখ-হিন্দু মন্দিরে রক্তক্ষয়ী হামলা চালানো হয়েছে। এই হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিন বলেছেন, মন্দিরের ভিতরে আটক পড়া লোকদের মুক্ত করার জন্য আফগান নিরাপত্তা বাহিনী হামলাকারীদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এদিকে বুধবার অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল টুইটার অ্যাকাউন্টে একটি বার্তা পাঠিয়ে কাবুলের শুরবাজার এলাকায় ডার্মাসাল নামক প্রাচীনতম শিখ মন্দিরে হামলার তীব্র নিন্দা জানিয়েছে।

এছাড়াও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আফগান নিরাপত্তা বাহিনী ও সরকারের নিকটে সেদেশের সংখ্যালঘুদের এবং তাদের উপাসনালয়গুলো রক্ষার জন্য গুরুত্বারোপ করেছে।  iqna

 

captcha