IQNA

করোনাভাইরাস বিস্তার রোধের জন্য প্রয়োজনীয় সব কিছুই করবে ইরান:রুহানি

20:06 - March 28, 2020
সংবাদ: 2610494
তেহরান (ইকনা)- ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, বিশ্বে মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে তার দেশ সামাজিক দুরত্ব বজায় রাখার পরিকল্পনা পুরোপুরি বাস্তবায়ন করবে।

করোনাভাইরাস বিস্তার রোধের জন্য প্রয়োজনীয় সব কিছুই করবে ইরান:রুহানিআজ (শনিবার) কোরোনাভাইরাস প্রতিরোধ এবং ব্যবস্থাপনা বিষয়ক দফতরে দেয়া এক বক্তৃতায় প্রেসিডেন্ট রুহানি বলেন, সামাজিক দুরত্ব বজায় রাখার নীতি চলতি ফার্সী মাসের ২০ তারিখ বা এপ্রিল ৮ তারিখ পর্যন্ত বলবৎ থাকবে। রুহানি বলেন, ইরানের জনগণ এবং দেশের প্রতিটি বিভাগের কর্মকর্তা-কর্মচারীকে করোনা প্রতিরোধের লক্ষ্যে একসঙ্গে কাজ করতে হবে এবং একে অপরকে সহযোগিতা দিতে হবে। পার্সটুডে

প্রেসিডেন্ট রুহানি বলেন, ইরানি জনগণ এখন মার্কিন নিপীড়নমূলক কঠিন নিষেধাজ্ঞার কবলে আছে। কিন্তু পুরো বিশ্ব অবাক হয়ে তাকিয়ে রয়েছে যে দেশটি বর্তমানে মার্কিন নিষেধজ্ঞার মধ্যে থাকা সত্ত্বে তারা কিভাবে ভয়াবহ এবং মারাত্মক করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে।

রুহানি বলেন, ইরানে করোনাভাইরাস শনাক্তের প্রথম থেকেই দেশের সেনাবাহিনীর সহযোগিতায় সংশ্লিষ্ট বিভাগ এ ভাইরাসের বিস্তার ঠেকানোর পাশাপাশি আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসায় কার্যকরী ব্যবস্থা গ্রহণ করেছে। এছাড়া করোনা আক্রান্ত ব্যক্তিদের আগাম শনাক্তকরণ, করোনারোগীদের সংস্পর্শে আসা ব্যক্তিদের খুঁজে বের করে তাদেরকে কোয়ারেন্টাইনে রাখা, আক্রান্ত রোগীদের আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়াসহ এ ধরনের সব কাজ দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।

প্রেসিডেন্ট রুহানি বলেন, ভাইরাসের বিস্তার রোধ করার জন্য গতকাল শুক্রবার থেকে মানুষের অপ্রয়োজনীয় লোক সমাগম এবং যাতায়াতের ওপর কড়া বিধি-নিষেধ কার্যকর করা হয়েছে।  iqna

 

captcha