IQNA

হযরত আব্বাস (আ.)এর মাজারের পক্ষ থেকে করোনায় আক্রান্ত রোগীদের জন্য বিশেষ স্থান নির্মাণ

20:39 - March 30, 2020
সংবাদ: 2610510
তেহরান (ইকনা)- ইরাকের পবিত্র নগরী কারবালায় অবস্থিত হযরত আব্বাস (আ.)এর পবিত্র মাজারের কর্তৃপক্ষ ঘোষণা করেছেন, অতি শীঘ্রই এই শহরের একটি হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য বিশেষ বিভাগ নির্মাণ করা হবে।

হযরত আব্বাস (আ.)এর পবিত্র মাজারের কর্তৃপক্ষ ঘোষণা করেছেন, এই মাজারের পক্ষ থেকে শীঘ্রই কারবালায় সরকারি হাসপাতাল “আল-হিন্দিয়া”য় করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের উন্নত চিকিৎসার জন্য বিশেষ বিভাগ নির্মাণ করা হবে।

২৮শে মার্চ ইরাকের কর্তৃপক্ষ ইমাম হুসাইন (আ.) এবং তাঁর ভাই হযরত আব্বাস (আ.)এর পবিত্র মাজার নির্বীজিত করেছেন।

এদিকে ইরাকের স্বাস্থ্য মন্ত্রণালয় ২৯শে মার্চ এক বিবৃতিতে ঘোষণা করেছে, করোনাভাইরাসে নতুন করে ৪১ জনকে আক্রান্ত করেছে। এপর্যন্ত ইরাকে মোট ৫৪৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। iqna.

হযরত আব্বাস (আ.)এর মাজারের পক্ষ থেকে করোনায় আক্রান্ত রোগীদের জন্য বিশেষ স্থান নির্মাণ

captcha