IQNA

ইসরাইলে ৯০০ উগ্র ইহুদি করোনায় আক্রান্ত

20:32 - April 03, 2020
সংবাদ: 2610530
তেহরান (ইকনা)- হিব্রু-ভাষার সংবাদমাধ্যমসমূহে প্রকাশ হয়েছে যে, তেল আবিবে ৯০০ জন অর্থোডক্স ইহুদীকে প্রাণঘাতী করোনাভাইরাস আক্রান্ত করেছে।

টেস্ট করার পর দেখা গেছে যে তেল আবিবে ৯০০ অর্থোডক্স ইহুদি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।

অর্থোডক্স ইহুদিরা অধিকৃত ফিলিস্তিনে ইহুদি ধর্মের অন্যতম কঠোর এবং বর্ণবাদী শাখা।

উগ্রপন্থী এই ইহুদিরা প্রাণঘাতী এই ভাইরাসের বিস্তার রোধে ইসরাইলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা এবং সুপারিশ অমান্য করা ছাড়াও পুলিশ বাহিনীর সাথে সংঘর্ষও করেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হেলিকপ্টার দিয়ে নিরীক্ষণ চালাচ্ছে।

ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া বেশ কয়েকটি ভিডিও প্রকাশ হয়েছে। প্রকাশিত ভিডিওয় দেখা গেছে যে, চরমপন্থি ইহুদিরা রাস্তায় পুলিশকে উদ্দেশ্য করে ইচ্ছাকৃতভাবে কাশির করছে।

ইহুদিবাদী ইসরাইলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, এপর্যন্ত অধিকৃত ফিলিস্তিনে মোট ৬২১১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এবং এই প্রাণঘাতী ভাইরাসের আঘাতে ৩১ জনের মৃত্যু হয়েছে।  iqna

 

captcha