IQNA

করোনায় আক্রান্ত ইরানের পার্লামেন্ট স্পিকার আলী লারিজানি

21:12 - April 03, 2020
সংবাদ: 2610532
তেহরান (ইকনা)- ইরানের পার্লামেন্ট স্পিকার কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ব্যাপকভাবে করোনাভাইরাস ছড়িয়ে পড়া এ দেশে এ ভাইরাসে সংক্রমিত হওয়া তিনি হচ্ছেন সর্বশেষ সরকারি কর্মকর্তা। বৃহস্পতিবার রাষ্ট্রীয় টেলিভিশন একথা জানায়।

খবরে বলা হয়, করোনাভাইরাসের উপসর্গ দেখা দেয়ার পর স্পিকার আলী লারিজানির কোভিড-১৯ ভাইরাস পরীক্ষা করা হয়। এতে ফলাফল পজিটিভ এসেছে এবং তিনি বর্তমানে আলাদা রয়েছে। তার চিকিৎসা চলছে।

৬২ বছর বয়সী লারিজানি ইরানের প্রেসিডেন্টের ঘনিষ্ঠ। দেশটির পার্লামেন্ট স্পিকার হিসেবে তিনি ২০১৬ সালে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হন। তিনি হচ্ছেন করোনায় আক্রান্ত সিনিয়র সরকারি কর্মকর্তাদের অন্যতম।

গত ১৯ ফেব্রুয়ারি ইরানে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগি সনাক্ত হওয়ার পর থেকে দেশটি এ ভাইরাস ছড়িয়ে পড়া রোধে লড়াই করে যাচ্ছে।

ইরানে বৃহস্পতিবার করোনাভাইরাসে নতুন করে আরো ১২৪ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে মোট ৩ হাজার ১৬০ জনে দাঁড়ালো। এদিকে ইরানে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৫০ হাজার ছাড়িয়ে গেছে। iqna

captcha