IQNA

স্বাস্থ্যবিধি মেনে স্বল্প ঝুঁকির অর্থনৈতিক কার্যক্রম শুরু করা যেতে পারে: রুহানি

20:45 - April 05, 2020
সংবাদ: 2610542
তেহরান (ইকনা)- ইরানের প্রেসিডেন্ট বলেছেন: স্মার্ট দূরত্ব বজায় রেখে মধ্যম ও স্বল্প ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ড আগামি ১১ এপ্রিল থেকে শুরু করা যেতে পারে।

করোনা প্রতিরোধ জাতীয় টাস্কফোর্সের বৈঠকে তিনি আজ বলেন: স্বাস্থ্য ও চিকিৎসা মন্ত্রণালয়ের পরামর্শ অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ড আস্তে আস্তে শুরু করা যেতে পারে। প্রেসিডেন্ট রুহানি বলেন: ইরানের পবিত্র স্থাপনাগুলো ১৮ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে।  পার্সটুডে

সামনের বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন। ইরানের নির্বাহী বিভাগের প্রধান রুহানি আরও বলেন: ইসলামি প্রজাতন্ত্রের সকল বিভাগ এখন ঐক্যবদ্ধ। এই অভিন্নতা ও ঐক্য দেখে ইরানের শত্রুরা ভীষণ ক্ষুব্ধ এবং অসন্তুষ্ট।

ইরানের স্বাস্থ্য ও চিকিৎসামন্ত্রী ড. সায়িদ নামাকি সম্প্রতি বলেছেন: করোনা প্রতিরোধের ক্ষেত্রে ইরান শতকরা নব্বুই ভাগের বেশি জনগণকে স্বাস্থ্য ও চিকিৎসা ব্যবস্থাপনার আয়তায় নিয়ে আসতে সক্ষম হয়েছে। করোনাভাইরাস রোগ এখন নিয়ন্ত্রণের পর্যায়ে রয়েছে।

করোনা মোকাবেলায় ইরান সরকার সশস্ত্র বাহিনীর সহযোগিতায় পূর্ব প্রস্তুতি নিয়েছে। সেইসঙ্গে আক্রান্তদের চিকিৎসা প্রদান এবং কোয়ারেন্টাইন বা সঙ্গনিরোধসহ প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেয়ার কারণে দ্রুতই করোনা পরিস্থিতির উন্নতি হচ্ছে। iqna

captcha