IQNA

গত ১ সপ্তাহে ইয়েমেনে ৩০০ বিমান হামলা চালিয়েছে সৌদি জোট

16:42 - April 09, 2020
সংবাদ: 2610566
তেহরান (ইকনা)- ইয়েমেনের সেনাবাহিনী বলছে, সৌদি নেতৃত্বাধীন জোট গত এক সপ্তাহে দেশটির ওপর প্রায় ৩০০ বিমান হামলা চালিয়েছে। অর্থাৎ সৌদি জোটের ‘বীরেরা’ দৈনিক গড়ে ৪২বারের বেশি বিমান হামলা চালিয়েছে আরব বিশ্বের দরিদ্র এ দেশটির ওপর।

ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি আরও জানান, বায়দা, মারিব এবং সানা'সহ দেশটির কয়েকটি প্রদেশের ওপর এ সব বিমান হামলা চালানো হলে অনেক বেসামরিক ইয়েমেনি নিহত হন।

আরবি টেলিভিশন নেটওয়ার্ক আল-মাসিরাহ ব্রিগেডিয়ার জেনারেল সারির বরাত দিয়ে জানায়, ইয়েমেনের সশস্ত্র বাহিনী দেশটির মাটি ও মানুষ রক্ষার দায়িত্বে নিয়োজিত রয়েছে। বর্বরোচিত এ সব হামলা বিনা জবাবে ছেড়ে দেয়া হবে না বলেও কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

সৌদি ও তার কয়েকটি আঞ্চলিক মিত্র দেশ ২০১৫ সালের ২৬ মার্চ থেকে ইয়েমেনের ওপর অব্যাহত হামলা চালিয়ে যাচ্ছে। কিন্তু ইয়েমেনের সশস্ত্র বাহিনী এবং জনপ্রিয় আনসারুল্লাহ যোদ্ধাদের নির্ভীক প্রতিরোধের মুখে শেষ পর্যন্ত আগ্রাসী দেশগুলোর চোরাবালিতে আটকে পড়ার দশা হয়েছে।  iqna

captcha