IQNA

ইরাকের জাতীয় সার্বভৌমত্ব আমার কাছে রেড লাইন: প্রধানমন্ত্রী

17:35 - April 10, 2020
সংবাদ: 2610570
তেহরান (ইকনা)- ইরাকের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী বলেছেন, দেশের জাতীয় সার্বভৌমত্ব তার কাছে রেড লাইন। তিনি বলেন, ইরাকের সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক সফল হবে শুধুমাত্র সম্মান এবং সহযোগিতার ভিত্তিতে।

প্রধানমন্ত্রীর বরাত দিয়ে ইরাকের আল-সুমারিয়া টেলিভিশন জানিয়েছে, প্রধানমন্ত্রী মুস্তাফা আল-খাদিমি বলেন, তার কাছে জাতীয় সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থই বড়। তার সরকার ইরাকের কোনো নাগরিককে কোনো বিদেশী দ্বারা অপমানিত হতে দেবেন না বলেও তিনি প্রত্যয় ব্যক্ত করেন। পার্সটুডে

প্রধানমন্ত্রী খাদিমি বলেন, তিনি যে নতুন মন্ত্রিসভা গঠন করবেন সেই মন্ত্রিসভা ইরাকিদের রক্ষার জন্য সম্মুখভাগে থেকে লড়াই করবে এবং করোনাভাইরাসের মহামারীর বিরুদ্ধে নেতৃত্ব দেবে।

মার্কিন সরকার যখন ইরাকের অভ্যন্তরে গোপন নানা সামরিক পরিকল্পনা বাস্তবায়নের জন্য তৎপরতা চালাচ্ছে তখন প্রধানমন্ত্রী আল-খাদিমি এসব কথা বললেন।

ইরাকের সরকার এবং জাতীয় সংসদ দেশ থেকে মার্কিন সেনা প্রত্যাহারের জন্য আহ্বান জানিয়েছে। কিন্তু এ আহ্বান উপেক্ষা করে এবং ইরাককে না জানিয়ে মার্কিন সামরিক বাহিনী ইরাকের মাটিতে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে। iqna

captcha