IQNA

নিষেধাজ্ঞা হলো করোনা ভাইরাসের পঞ্চম স্তম্ভ : জাতিসংঘে ইরান

0:01 - April 14, 2020
সংবাদ: 2610591
তেহরান (ইকনা)- কোভিড-১৯ কে নিষেধাজ্ঞার পঞ্চম পিলার বলে উল্লেখ করেছে ইরান। জাতিসংঘে ইরানের প্রতিনিধিদলের দফতর থেকে দেওয়া এক বিবৃতিতে আজ ওই মন্তব্য করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে: যে পদক্ষেপই কোনো একটি দেশের ওপর সংকট মোকাবেলায় সীমাবদ্ধতা আরোপ করে সেরকম পদক্ষেপ রোগব্যাধি বিস্তারের যেমন কারণ হয়ে ওঠে তেমনি মহামারি মোকাবেলার ক্ষেত্রে বিশ্বকেও দুর্বল করে তোলে।

করোনা ভাইরাস মোকাবেলায় বিশ্বের বিভিন্ন দেশের চেষ্টা তৎপরতার ওপর দেওয়া ইরানি প্রতিনিধিদের দফতর থেকে দেওয়া বিবৃতিতে এই মন্তব্য করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে ইরানের মতো একটি দেশ যখন করোনা ভাইরাসের ভয়াবহ বিস্তার মোকাবেলা করছে সেই মুহূর্তে মার্কিন নিষেধাজ্ঞা ও অবরোধ রোগের চিকিৎসা এবং ভাইরাসের বিস্তার রোধের পথে প্রতিবন্ধকতা তৈরি করেছে।
সূত্র: parstoday

captcha