IQNA

জার্মানে “হামবুর্গের সাথে রমজান” অনলাইনে প্রোগ্রাম

19:30 - April 18, 2020
সংবাদ: 2610618
তেহরান (ইকনা)- পবিত্র রমজান মাস উপলক্ষে জার্মানের হামর্বুগ ইসলামিক সেন্টারের পক্ষ থেকে “হামবুর্গের সাথে রমজান” অনলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত হতে যাচ্ছে।

হামবুর্গ ইসলামিক সেন্টার ঘোষণা করেছে: করোনা সংক্রমণের কারণে আসন্ন রমজান মাসে হামবুর্গের ইসলামিক সেন্টারে অনলাইনের মাধ্যমে জার্মানি, তুর্কি, আরবি এবং ফার্সি ভাষায় ধর্মীয় অনুষ্ঠান পরিচালিত হবে। এই অনুষ্ঠানটি রমজান মাসে প্রতিদিন স্থানীয় সময় ১৬:৩০টায় শুরু হবে।

অনুষ্ঠানটি মিডিয়াটেক (MediaTek) ওয়েবসাইট এবং হামর্বুগ ইসলামিক সেন্টারের ইউটিউবে সম্প্রচারিত করা হবে।

আসন্ন রমজান মাসে প্রতিদিন অনলাইনে ১৮:৩০ তুর্কি ভাষা, ১৯ জার্মানি ভাষা, ১৯:৩০ আরবি ভাষা এবং ২০টায় ফার্সি ভাষায় বক্তৃতা পেশ করা হবে।

এছাড়াও অনলাইনে পবিত্র রমজান মাসের আলোকে বিশেষ প্রতিযোগিতা এবং ইউরোপের দ্বিতীয়বর্ষ কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা এবং ইমাম হাসান (আ.)এর জীবনীর আলোকে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

হামবুর্গের ইসলামিক সেন্টার আরও ঘোষণা করেছে যে, চাঁদ দেখার উপর নির্ভর করে মাহে রমজানে প্রথম দিনটি এই সেন্টারের টেলিগ্রাম এবং ওয়েবসাইটে ঘোষণা করা হবে। iqna

 

captcha