IQNA

তওবা করল কুরআন অবমাননাকারী ব্যক্তি

19:21 - April 23, 2020
সংবাদ: 2610652
তেহরান (ইকনা)- সম্প্রতি সৌদি আরবের এক ব্যক্তি পবিত্র কুরআনের অবমাননা করেছে। এর প্রতিবাদে ব্যাপক বিক্ষোভের পরে কুরআন অবমাননাকারী তওবা করে অনুশোচনা প্রকাশ করেছে।

সম্প্রতি সৌদি আরবের এক নাগরিক পবিত্র কুরআন অবমাননা করে এই ভিডিও ক্লিপ ইন্টারনেটে আপলোড করেছে। ভিডিওটি আপলোডের পর দেশটির জনগণের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া ও ক্ষোভের জন্ম দেয় এবং সোশ্যাল মিডিয়া কর্মীরা তাকে দ্রুত গ্রেপ্তারের আহ্বান জানায়।

ব্যক্তিটি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ক্লিপটি পোস্ট করেছিলো। ইসলাম বিরোধী এই ভিডিও দেখা যায় যে, ব্যক্তিটি পবিত্র কুরআনকে পায়ের নিচে রেখে অবমাননাকর উক্তি ব্যক্ত করছে।
সৌদি নাগরিকদের ব্যাপক প্রতিবাদের ফলে ব্যক্তিটি তার ইনস্টাগ্রামে অ্যাকাউন্টে থেকে ক্লিপটি মুছে ফেলে লিখেছে: اشهد ان لا اله الا الله (আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু) -আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ব্যতীত কোন উপাস্য নেই,- হে আমার ভাইয়েরা, আমি আমার পাপ স্বীকার করছি এবং আমি তওবা করেছি।

সামাজিক নেটওয়ার্ক কর্মী ফাতিয়ান আল-আরব টুইটারে তার নিজস্ব পেজে লিখেছেন: যখনই কোন ব্যক্তি বা যুবক এধরণের অনুচিত ক্লিপ আপলোড করবে, সাথে সাথে পুলিশকে অবহিত করুন। কারণ সে (মানসিকভাবে) অসুস্থ থাকতে পারে। আমি আশা করি আমরা সকলেই অযৌক্তিক অভিযোগ এড়িয়ে চলবো।

তবে সৌদি আরবের অনেক নাগরিক কুরআন অবমাননাকারী এই ব্যক্তিকে দ্রুত গ্রেপ্তার ও বিচারের আহ্বান জানিয়েছে। iqna

তওবা করল কুরআন অবমাননাকারী ব্যক্তি

captcha