IQNA

আব্দুল বাসিতের ছেলের কণ্ঠে রমজানের তিলাওয়াত | ভিডিও

18:22 - May 06, 2020
সংবাদ: 2610732
তেহরান (ইকনা)- পবিত্র রমজান মাসের আলোকে বিশ্বখ্যাত ক্বারি আব্দুল বাসিতের ছেলে শাইখ তারিক আব্দুল বাসিত আব্দুস সামাদ কুরআন তিলাওয়াত করেছেন।

তারিক আবদুল বাসিত মিশর ও ইসলামিক বিশ্বের সুপরিচিত ক্বারি আবদুল বাসিত আবদুল সামাদের ১০ জন সন্তানের মধ্যে একজন। এর আগে, মিশরের আল-ইয়াওম আল-সাবি’য় সংবাদপত্রের সাথে এক সাক্ষাৎকারে তিন বলেছিলেন যে, তাকে এবং তার অন্যান্য ভাইদের কুরআন হেফজ করার জন্য তার পিতা অনেক জোর দিয়েছিলেন।

তিনি বলেন: আমাদের কুরআন তিলাওয়াত শেখানোর জন্য আমার পিতা একজন শাইখকে (শিক্ষক) রেখেছিলেন এবং আমার যখন ১৫ বছর তখন আমি সম্পূর্ণ কুরআন হেফজ করি।

তারিক আব্দুল বাসিত আরও বলেন: আমার বাবা যখন আমার এবং আমার অন্য এক ভাইয়ের মধ্যে কুরআন তিলাওয়াতের প্রতিভা দেখতে পান, তখন তিনি আমাদের তিলাওয়াত আরও উন্নতি করার জন্য টিপস দিয়ে আমাদের গাইড করতেন।

নীচের ভিডিওতে আপনারা বিশ্বখ্যাত ক্বারি আব্দুল বাসিতের ছেলে শাইখ তারিক আব্দুল বাসিত আব্দুস সামাদের সুললিত কণ্ঠে রমজানের আয়াত অর্থাৎ সূরা বাকারার ১৮৫ নম্বর আয়াতের তিলাওয়াত শুনতে পাবেন।

«شَهْرُ رَمَضانَ الَّذی أُنْزِلَ فیهِ الْقُرْآنُ هُدىً لِلنَّاسِ وَ بَیِّناتٍ مِنَ الْهُدى‏ وَ الْفُرْقانِ فَمَنْ شَهِدَ مِنْکُمُ الشَّهْرَ فَلْیَصُمْهُ وَ مَنْ کانَ مَریضاً أَوْ عَلى‏ سَفَرٍ فَعِدَّهٌ مِنْ أَیَّامٍ أُخَرَ یُریدُ اللَّهُ بِکُمُ الْیُسْرَ وَ لا یُریدُ بِکُمُ الْعُسْرَ وَ لِتُکْمِلُوا الْعِدَّهَ وَ لِتُکَبِّرُوا اللَّهَ عَلى‏ ما هَداکُمْ وَ لَعَلَّکُمْ تَشْکُرُونَ»

রমযান মাস, যাতে কুরআন অবতীর্ণ হয়েছে, যা মানবজাতির জন্য দিশারী এবং এতে পথনির্দেশ ও সত্য ও মিথ্যার পার্থক্যকারী সুস্পষ্ট নিদর্শন আছে। সুতরাং তোমাদের মধ্যে যে কেউ এ মাসে (স্বস্থানে) উপস্থিত থাকবে সে যেন রোযা রাখে; আর যে অসুস্থ অথবা মুসাফির অবস্থায় থাকবে সে অন্য দিনে এ সংখ্যা পূর্ণ করবে। আল্লাহ তো তোমাদের জন্য সহজ করতে চান, তোমাদের জন্য দুর্ভোগ চান না। এবং (গণনার নির্দেশের কারণ) যাতে তোমরা (রোযার) সংখ্যা পূর্ণ কর এবং যাতে আল্লাহর মহিমা বর্ণনা কর এজন্য যে, তিনি তোমাদের পথপ্রদর্শন করেছেন; এবং হয়ত তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করবে। iqna

 

captcha