IQNA

পাকিস্তানে অনলাইনে ইমাম হাসানের (আ.) জন্মদিনের উদযাপন

18:04 - May 08, 2020
সংবাদ: 2610744
তেহরান (ইকনা)- পাকিস্তানের কোয়েটা শহরের খতামুল আম্বিয়া মসজিদে ইমাম হাসান (আ.)এর পবিত্র জন্ম বার্ষিকী উপলক্ষে অনলাইনে মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে পাকিস্তানে এবছরে পবিত্র রমজান মাসের কুরআন মাহফিলের ভিন্ন রঙ ধারণা করেছে। এবছর কুরআন মাহফিল অনলাইন এবং বিভিন্ন গণমাধ্যমে প্রচার করা হয়েছে।

১৫ই রমজান বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.)এর প্রাণপ্রিয় দৌহিত্র ইমাম হাসান (আ.)এর পবিত্র জন্মবার্ষিকী। এই পূতপবিত্র মহামানব পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে কোয়েটার খতামুল আম্বিয়া মসজিদে আজ স্থানীয় সময় ২১:৩০শে অনলাইনে মাহফিল অনুষ্ঠিত হবে।

এই মহফিলে তরুণ ক্বারি হুজ্জাতুল ইসলাম মুহাম্মাদ মুসা হুসাইনীসহ অন্যান্য ক্বারিগণ কুরআন তিলাওয়াত করবেন। এছাড়া ইমাম হাসান (আ.)এর জীবনীর আলোকে বক্তৃতা পেশ করা হবে।

মাহফিলটি কুরআন প্রশিক্ষণ সেন্টার “নুরুল বেলায়েত”-এর প্রচেষ্টায় খাতুমুল আম্বিয়া মসজিদে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি এই সেন্টারের ফেজবুক পেজে সরাসরি সম্প্রচার করা হবে।  iqna

 

captcha