IQNA

মসজিদ খুলে দেওয়ায় মরিতানিয়ার নাগরিকদের আনন্দ + ভিডিও

4:34 - May 12, 2020
সংবাদ: 2610767
তেহরান (ইকনা)- মরিতানিয়ার কর্তৃপক্ষের করোনার প্রতিরোধে কিছু বিধিনিষেধ প্রত্যাহার করার পর শুক্রবার ৮ম মে কয়েক'শ উপাসক দেশটির বৃহত্তম মসজিদে উপস্থিত হয়ে আনন্দের সাথে জুমার নামাজ আদায় করেছেন।

মরিতানিয়ায় মসজিদ খুলে দেওয়ার পর দেশটির রাজধানী নোয়াকট বৃহত্তম মসজিদে মুসল্লিগণ উপস্থিত হয়ে জুমার নামাজ আদায় করেছেন।

মরিতানিয়ায় মসজিদ, পাবলিক স্থান, বাণিজ্যিক সেন্টার, রেস্তোঁরা সমূহসহ অন্যান্য সেন্টারসমূহ দীর্ঘ দু’মাস বন্ধ থাকার পর দেশটির সরকার বুধবার বিশেষ নিয়মের ভিত্তিতে সেগুলো খোলার নির্দেশ দিয়েছে।

নিয়মগুলোর মধ্যে মসজিদ এবং বাণিজ্যিক সেন্টারসমূহে প্রবেশের পূর্বে মাস্ক ব্যবহার করা, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং হাত ধোয়া। iqna

captcha