IQNA

রমজানের আলোকে আনোয়ার আল-শাহাত আনোয়ারের তিলাওয়াত | ভিডিও

18:34 - May 12, 2020
সংবাদ: 2610770
তেহরান (ইকনা): শেখ আনোয়ার আল-শাহাত আনোয়ার রমজান ও রোজার আলোকে সূরা বাকারার ১৮৫ ও ১৮৬ নম্বর আয়াত তিলাওয়াত করেছে। মিশরের এই প্রসিদ্ধ ক্বারির এই তিলাওয়াতটি সংবাদসংস্থা “আল ইয়াওম আল সাবিহ” প্রচার করেছে।

মিশর ও ইসলামী বিশ্বের অন্যতম ক্বারি মরহুম শাহাত মুহাম্মদ আনোয়ারের বড় ছেলে শেখ আনোয়ার শাহাত আনোয়ার। তিনি ১৯৭৮ সালের ২৯শে মে মিশরের দাকিহলিয়া প্রদেশের কাফর আল উজির গ্রামে জন্ম গ্রহণ করেন।

তিনি শৈশবে তার পিতার কাছে কুরআন হেফজ করেন। আল-আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন এবং বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা অনুষদ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন।

মিশরের এই যুবক ক্বারি ২০০৪ সালে মিশরীয় রেডিওতে কুরআন তিলাওয়াতের জন্য পরীক্ষা দিয়েছেন এবং পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে এবং অফিসিয়াল কনফার্মেশন শেষে ২০০৮ সালে সকালের অধ্যায় সেদেশের রেডিওতে নিয়মিত কুরআন তেলাওয়াত শুরু করেন। iqna

captcha