IQNA

হাশদ আশ-শাবির পোশাকে ইরাকি প্রধানমন্ত্রী

12:23 - May 17, 2020
সংবাদ: 2610793
ইরাকি নতুন প্রধানমন্ত্রী মোস্তফা আল-কাজেমি বলেছেন, পপুলার মোবিলাইজেশন ইউনিট হচ্ছে ইরাকের জাতীয় সম্মানের উৎস। গতকাল (শনিবার) সংগঠনটির সদরদপ্তর পরিদর্শনের সময় তিনি এ কথা বলেন।

এ সময় ইরাকি প্রধানমন্ত্রী পপুলার মোবিলাইজেশন ইউনিটের প্রধান ফালি আল-ফাইয়াজের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী মোস্তফা আল-কাজেমি। তিনি পপুলার মোবিলাইজেশন ইউনিটের পোশাক পরেন এবং তাদের প্রতি সমর্থন ঘোষণা করেন। পার্সটুডে

তিনি বলেন, “পপুলার মোবিলাইজেশন ইউনিট হচ্ছে ইরাকি জাতির জন্য সম্মানের উৎস এবং আমি এ সংগঠনের পোশাক পরে গর্ববোধ করছি।”

মোস্তফা কাজেমি সুস্পষ্টভাবে বলেন, "পপুলার মোবিলাইজেশন ইউনিটকে রক্ষা করা আমাদের দায়িত্ব। যারা এ সংগঠনকে খাটো করে দেখতে চান মূলত তিনি এ বক্তব্যের মাঝ দিয়ে তাদের প্রতি সতর্ক বার্তা দিলেন।

উল্লেখ্য যে, ২০১৪ সালে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের উত্থানের পর ইরাকের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী আল-সিস্তানির আহবানে পপুলার মোবিলাইজেশন ইউনিট গঠিত হয়। iqna

হাশদ আশ-শাবির পোশাকে ইরাকি প্রধানমন্ত্রীহাশদ আশ-শাবির পোশাকে ইরাকি প্রধানমন্ত্রীহাশদ আশ-শাবির পোশাকে ইরাকি প্রধানমন্ত্রী

captcha