IQNA

বাইনুল হারামাইনে শাবে কদরের আমল + ছবি

22:42 - May 17, 2020
সংবাদ: 2610797
তেহরান (ইকনা): ইরাকের পবিত্র নগরী কারবালায় বাইনুল হারামাইনে করোনাভাইরাসের বিস্তার রোধে স্বাস্থ্য প্রোটোকল অনুসরণ করে কারবালার বাসিন্দাদের উপস্থিতিতে পবিত্র রমজান মাসের ২৩শে রাত তথা শাবে কদরের আমল পালন করা হয়েছে।

কারবালায় ইমাম হুসাইন (আ.) এবং হযরত আব্বাস (আ.)এর মাজার প্রাঙ্গণে শনিবার ২৩শে রমজান রাতে (শাবে কদরের রাতে) বিশেষ আধ্যাত্মিক পরিবেশ দেখা গিয়েছে।

আহলে বাইয় (আ.)এর ভক্তগণ নামাজ, কুরআন তিলাওয়াত এবং দোয়া পাঠের মাধ্যমে এই পবিত্রতম ও বরকতময় রাতটি অতিবাহিত করেছেন।

করোনাভাইরাস বিস্তার রোধ করার জন্য উপস্থিত সকলে মুখোশ ব্যবহার করেছেন। এছাড়াও জীবাণুনাশক স্থানের মতো স্বাস্থ্যকর প্রোটোকলের মধ্যে কারবালায় কদরের রাতের ধর্মীয় অনুষ্ঠানের পালন করা হয়েছে। iqna

captcha