IQNA

দুই মাস পর মসজিদে নামাজ পড়ার অনুমতি পেলো ইতালিয়ার মুসলমানেরা

17:23 - May 19, 2020
সংবাদ: 2610805
তেহরান (ইকনা): ইসলামী সংগঠনের সাথে একটি চুক্তি স্বাক্ষর করে, ইতালীয় সরকার করোনার বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থার হ্রাসের অংশ হিসাবে মসজিদ এবং ইসলামিক কেন্দ্রগুলির কার্যক্রম পুনরায় চালু করার অনুমতি দিয়েছে।

ইটালিয়ান সরকার সোমবার (১৯ ই মে) থেকে গির্জা এবং মসজিদসহ উপাসনালয়গুলো পুনরায় চালু করার অনুমতি দিয়েছে।

এই চুক্তিনামাটি সেদেশের প্রধানমন্ত্রী জিউস্পে কন্টির পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী লুসিয়ানা ল্যামারগস এবং চারটি ইসলামিক সংস্থার প্রতিনিধি, ইসলামিক সোসাইটি অফ ইতালি, রোমান গ্র্যান্ড মসজিদ, ইটালিয়ান কমিউনিটিস এবং ইসলামিক অর্গানাইজেশন ইউনিয়ন এবং ইতালিয়ান ইসলামিক কনফেডারেশনের অংশগ্রহণের মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্বাক্ষরিত হয়েছে। এর ভিত্তিতে, মসজিদগুলোয় স্বাস্থ্য সংক্রান্ত বিধিনিষেধ এবং সামাজিক দূরত্ব পর্যবেক্ষণ করে সক্রিয় হতে পারে বলে উল্লেখ করা রয়েছে।

তবে ইতালীয় ইউনিয়ন অব ইসলামিক সোসাইটির সভাপতি ইয়াসিন লাফ্রাম প্রধানমন্ত্রীকে বলেছেন যে, এদেশের মসজিদে এইচুক্তি বিবেচনা না করে ঈদুল ফিতরে নামাজ আদায় করা হবে না।

তিনি বলেন: এটা অত্যন্ত বেদনাদায়ক যে আমরা বিগত বছরগুলোর মতো মসজিদসমূহে পাশাপাশি বসে একসাথে ঈদুল ফিতরের নামাজ উদযাপন করতে পারবো না। মারাত্মক কারোনাভাইরাসের ব্যাপারে আমাদের অধিক সতর্ক হতে হবে। আশা করি, এই সমস্য দ্রুত সমাধান হোক এবং শিগগিরই আমরা এক সাথে এবং ঐক্যের মাধ্যমে জীবন যাপন করতে পারি।

উল্লেখ্য যে, করোনাভাইরাসের প্রার্দুভাবের কারণে ইটালিয়ান মসজিদ ও গীর্জসহ সকল উপাসনালয়গুলো ৯ম মার্চে বন্ধ করে দেওয়া হয়েছিল। iqna

captcha