IQNA

অ্যাস্ট্রোনমিক্যাল স্টাডিজ কেন্দ্রের পক্ষ থেকে ঘোষিত;

মিশরে ঈদুল ফিতরের দিন ঘোষণা

22:39 - May 20, 2020
সংবাদ: 2610814
তেহরান (ইকনা): মিশরের ন্যাশনাল সেন্টার ফর অ্যাস্ট্রোনমিক্যাল স্টাডিজ শাওয়াল মাসের প্রথম দিন অর্থাৎ পবিত্র ঈদুল ফিতরের দিন ঘোষণা করেছে।

মিশরীয় অ্যাস্ট্রোনমিক্যাল স্টাডিজের জাতীয় কেন্দ্রের প্রধান জাদ আল-কাজী বলেছেন: জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুসারে, এই বছরের রমজান মাস ৩০ দিনে হবে এবং রবিবার ২৪শে জুন এ দেশের শাওয়াল মাস শুরু হবে অর্থাৎ সেদিনই ঈদুল ফিতরের দিন হবে।


২৯শে রমজানের রাতে নির্ধারণ হবে যে রমজান মাস ২৯ দিন হবে না কি পুরো ৩০ দিন শেষ হবে।


জাদ আল-কাজী আরও বলেন: কায়রো এবং বেশিরভাগ ইসলামিক শহরে নতুন চাঁদ অর্থাৎ শাওয়াল মাসের চাঁদ নিঃসন্দেহে শুক্রবার সন্ধ্যায় দেখা যাবে না, অতএব, রবিবার পবিত্র ঈদুল ফিতরের দিন হবে।


উল্লেখ্য যে, শুক্রবার মিশরের দারুল ইফতা পক্ষ থেকে চাঁদ দেখা হবে। iqna

captcha