IQNA

ঈদুল ফিতরের পর খোলা হবে আল-আকসা মসজিদ

6:44 - May 21, 2020
সংবাদ: 2610820
তেহরান (ইকনা): আগামী সপ্তাহ থেকে খুলে দেয়া হবে জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদ। করোনা ভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ রোধে প্রায় দুই মাস আগে নামাজ দায় বন্ধ করে দেয়া হয় মুসলমানদের তৃতীয়তম পবিত্র এই স্থানটি। ঈদের পর থেকে মসজিদটির বহিরাঙ্গনে ফের নামাজ আদায় করতে দেয়া হবে মুসুল্লিদের।

মঙ্গলবার মসজিদের কাউন্সিল অব ইসলামিক ওয়াকফ এক বিবৃতিতে এই খবর জানিয়েছে। কাউন্সিল অব ইসলামিক ওয়াকফ এক বিবৃতিতে জানিয়েছে, সম্প্রতি করোনা সংক্রমণ হ্রাস পাওয়ার ফলে ঈদ-উল-ফিতরের পর মসজিদটি খুলে দেয়া হবে। এ বিষয়ে পরবর্তীতে বিস্তৃত ঘোষণা দেয়া হবে। মসজিদের বহিরাঙ্গনে নামাজের অনুমোদন দেয়া হলেও, ভেতরে প্রবেশের অনুমোদন দেয়া হবে কিনা তা এখনো নিশ্চিত নয়।

বিবৃতিতে বলা হয়েছে যে আল-কুদস এন্ডোমেন্ট এবং ইসলামিক অ্যাফেয়ার্স কাউন্সিল করোনাভাইরাসের প্রাদুর্ভাব তুলনামূলকভাবে হ্রাস পাওয়ার পর স্বাস্থ্য কর্মকর্তাদের সাথে পরামর্শ করে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

দখলকৃত পবিত্র কুদস-এর এনডোমেন্টস অ্যান্ড ইসলামিক অ্যাফেয়ার্স কাউন্সিল জোর দিয়ে বলেছে যে, আল-আকসা মসজিদে প্রবেশের নিষেধাজ্ঞার সময়কাল হ্রাস করতে প্রতিদিন করোনা সম্পর্কিত বিভিন্ন তথ্য ও ঘটনা অনুসরণ করেন। iqna

captcha