IQNA

আমরা কুদসের শহীদদের পথ অব্যাহত রাখবো; সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ

5:05 - May 22, 2020
সংবাদ: 2610826
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ ঘোষণা করেছেন, ফিলিস্তিনের নির্যাতিত জনগোষ্ঠীর প্রতি পৃষ্ঠপোষকতা দেয়ার প্রতিশ্রুতিতে তার সংগঠন অটল রয়েছে। চলতি বছর বিশ্ব কুদস দিবস উপলক্ষে বুধবার এক ভাষণে এ প্রত্যয় ব্যক্ত করেন সাইয়্যেদ নাসরুল্লাহ।

তিনি বলেন, আমরা ঘোষণা করছি নানা অজুহাতে ফিলিস্তিনি জাতির সঙ্গে হিজবুল্লাহর সম্পর্কে ফাটল ধরানোর জন্য ব্যাপক ষড়যন্ত্র হলেও তার সব ব্যর্থ হয়েছে। সাইয়্যেদ নাসরুল্লাহ বলেন, যত বেশি হুমকি-ধমকি দেয়া হবে এবং ষড়যন্ত্র বাড়তে থাকবে আমাদের মধ্যকার সম্পর্ক ও সংহতি ততবেশি শক্তিশালী হবে।

তিনি বলেন, চলতি বছর বিশ্ব কুদস দিবস এমন সময় পালিত হতে যাচ্ছে যখন আমরা দক্ষিণ লেবানন থেকে ইহুদিবাদী ইসরাইলকে বিতাড়িত করার ২০তম বার্ষিকী পালন করছি।

হিজবুল্লাহ মহাসচিব বলেন, কুদস দিবসে আমরা শহীদ জেনারেল কাসেম সোলাইমানিসহ সকল শহীদের পথচলা অব্যাহত রাখার শপথ নেব। আমরা শহীদদের এই প্রতিশ্রুতি দেব যে, আল-কুদস মুক্ত করার জন্য আমরা সম্মিলিতভাবে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা চালাব এবং একদিন সকলে মিলে কুদস শরিফে এবং আল-আকসা মসজিদে নামাজ আদায় করব।

সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেন, ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপনের যে প্রচেষ্টা দেখা যাচ্ছে সেটি মুসলিম বিশ্বের প্রকৃত চিত্র নয়। মুসলিম উম্মাহ কখনোই তাদের প্রধান শত্রু ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপনের বিষয়টি মেনে নেবে না।  iqna

 

captcha