IQNA

ইরাকে দায়েশের নেতা নিহত

18:24 - May 28, 2020
সংবাদ: 2610861
তেহরান (ইকনা): ইরাকের কাউন্টার টেরোরিজম ইউনিট আইএস সন্ত্রাসবাদী গোষ্ঠীর উপ নেতা নিহত হয়েছে বলে জানিয়েছে। এই শীর্ষ সন্ত্রাসী "ইরাকের গভর্নর" হিসাবে পরিচিত ছিলো।

ইরাকের কাউন্টার টেররিজম ইউনিট একটি বিবৃতিতে ঘোষণা করেছে: আন্তর্জাতিক জোট বাহিনীর বিমান অভিযানে মুয়তাজ নুয়মান আবদুল নায়েফ নাজম আল-জুবুরি নামে দায়েশের এক নেতা নিহত হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে: এই সন্ত্রাসী নিজেকে "ইরাকের গভর্নর" বলে অভিহিত করতো এবং সে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএস তথা দায়েশের ডেপুটি নেতা ছিল।

ইরাকের কাউন্টার টেরোরিজম ইউনিট জানিয়েছে, সিরিয়ার পূর্বাঞ্চলীয় প্রদেশ দেইর আযা যোরে আন্তর্জাতিক জোট বাহিনীর বিমান হামলায় শীর্ষ সন্ত্রাসী মুয়তাজ নুয়মান নিহত হয়েছে।

সন্ত্রাসবাদী গোষ্ঠী আইএসের অবশিষ্ট সদস্যরা ইরাকের আনবার, দিয়ালা, কিরকুক, সালাহ আল-দীন এবং মোসুল প্রদেশের গ্রামাঞ্চলে সক্রিয় রয়েছে।

সম্প্রতি ইরাকের জনপ্রিয় সংহতি বাহিনী হাশদ আশ শাবির সহযোগিতায় সেদেশের সেনাবাহিনী আইএসের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযান চালিয়েছে। iqna

 

captcha