IQNA

বিশেষ শর্ত সাপেক্ষে খুলে দেওয়া হচ্ছে সিঙ্গাপুরের মসজিদ

5:02 - May 29, 2020
সংবাদ: 2610865
তেহরান (ইকনা): সিঙ্গাপুরের মসজিদসমূহ সীমিত ভিত্তিতে এবং নির্দিষ্ট শর্ত সাপেক্ষে আগামী সপ্তাহ খুলে দেওয়া হবে।

ইসলামিক কাউন্সিল অফ সিঙ্গাপুর (MUIS) ঘোষণা করেছে, মসজিদ পুনরায় খোলার প্রথম পর্ব সর্বাধিক সতর্কতার সাথে শুরু হবে।

এই কাউন্সিলের ঘোষণা করেছে, প্রথম পর্যায়ে এদেশের মসজিদসমূহ ২ থেকে ৭ জুন পর্যন্ত ১টা থেকে ৬টা পর্যন্ত খোলা থাকবে।

সেদেশের মসজিদসমূহে যথেষ্ট পরিমাণ জায়গা না তাকার কারণে এই কাউন্সিল মুসলমানদের নিকট আহ্বান জানিয়ে যে, এমন ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে, যাদের নামাজের জন্য স্থায়ী কোন জায়গা নেই। বিশেষ করে ট্যাক্সি ড্রাইভার।

এছাড়াও প্রবীণ ব্যক্তিরা যাদের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, তারা যেমন এই পর্যায়ে (২ থেকে ৭ জুন পর্যন্ত) মসজিদে না আসে।

প্রথম পর্যায়ে জুমার নামাজসহ জামাতের নামাজ অনুষ্ঠিত হবে না। মসজিদসমূহ অবশ্যই জীবাণুমুক্ত করতে হবে এবং মুসল্লিদের শরীরের তাপমাত্রা পরিমাপ করতে হবে। এছাড়াও মুসল্লিদের অবশ্যই মুখোশ ব্যবহার করতে হবে এবং মসজিদে ব্যক্তিগত জায়নামাজ আনতে হবে ও হ্যান্ডশেক করা যাবে না।

পরবর্তী পর্যায় শুরু হবে ৮ই জুন থেকে। এই পর্যায়ে দেশের বেশিরভাগ মসজিদ পাঁচ ওয়াক্ত নামাজের জন্য উন্মুক্ত থাকবে। iqna

captcha