IQNA

করোনার বিষয়ে দায়েশের নতুন মন্তব্য

20:13 - June 02, 2020
সংবাদ: 2610890
তেহরান (ইকনা):তেহরান (ইকনা): তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ তথা আইএস এক ভয়েস বার্তায় বলেছে: “করোনাভাইরাস তাদের শত্রুদের জন্য ঐশিক শাস্তি”।

২৮শে মে এক ভয়েস বার্তায় দায়েশ বলেছে: ভাইরাসের প্রাদুর্ভাব শত্রুদের জন্য ঐশিক শাস্তি। এছাড়াও এই বার্তা তারা হামলা অব্যাহত থাকবে বলে প্রতিশ্রুত দিয়েছে।

এই অডিও বার্তাটি দায়েশের এক সদস্যের ওয়েবসাইটে পোস্ট করা হয়েছে। এই বার্তায় যার ভয়েস শোনা গেছে তার পরিচয় জানা যায়নি; তবে পাঠক নিজেকে দায়েশের মুখপাত্র আবু হামজা কারাশি হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে।

এই বার্তায় করোনাভাইরাসের কথা উল্লেখ করে বলেছে: “আল্লাহ পৃথিবীতে এই সময়ের অত্যাচারীদের শাস্তি দেওয়া জন্য ইচ্ছা পোষণ করেছে... এমন কিছু যা খালি চোখে দেখা যায় না... তোমাদের এই ঐশিক শাস্তির জন্য আমরা সন্তুষ্ট”।

দায়েশের প্রাক্তন নেতা আবু বকর আল-বাগদাদির মৃত্যুর পরে এবং গ্রুপের নতুন নেতা হিসাবে আবু ইব্রাহিম হাশেমী কুরেশির নিয়োগের পরে তৃতীয়বারের মতো দায়েশ একটি ভয়েস বার্তা প্রচার করছে।

অডিও বার্তায় এই সন্ত্রাসী গ্রুপের সমস্ত সদস্যদের "এই দলের সদস্যরা যেখানেই থাকুক না কেন, আল্লাহর শত্রুদের বিরুদ্ধে নিজেদেরকে যথাসম্ভব শক্তিশালী করুক এবং তাদের অবস্থানসমূহে হামলা করুক”।

বার্তায় আক্রমণের জন্য নির্দিষ্ট অবস্থান নির্ধারণ করা হয়নি, তবে এতে সিরিয়া, ইরাক এবং পশ্চিম আফ্রিকার দেশগুলো সহ বর্তমানে দায়েশের সদস্যরা যেখানে সক্রিয় রয়েছে, সেখানের প্রতি ইঙ্গিত করা হয়েছে।

সন্ত্রাসবাদী গোষ্ঠী দায়েশের মুখপাত্র এই বার্তায় বলেছে, "আমরা আবারও শিক্ষা দিতে প্রস্তুত রয়েছি"।

ইরাকি সরকারকে সম্বোধন করে আবু হামজা আল-কারাশি বলেছে: আমরা আপনাকে সতর্ক করে দিচ্ছি যে, আগুনে ঘি ঢালবেন না। এতে আমাদের সাথে আপনার যুদ্ধ দীর্ঘ হবে।  iqna

captcha