IQNA

সৌদির কাছে জান্নাতুল বাকি কবরস্থান পুনর্নির্মাণের আহ্বান জানিয়ে ইরাকি সংসদ

22:24 - June 02, 2020
সংবাদ: 2610892
তেহরান (ইকনা): ইরাকি সংসদের ডেপুটি স্পিকার সৌদি আরবের সরকারের নিকট জান্নতুল বাকি কবরস্থান ও ইমামদের (আ.) মাজার পুনর্নির্মাণের আহ্বান জানিয়েছেন।

সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে ইরাকি সংসদের ডেপুটি স্পিকার হাসান আল-কায়বি সৌদি সরকারের নিকট জান্নতুল বাকি কবরস্থানে ইমামদের (আ.) মাজারগুলো পুনর্নির্মাণের আহ্বান জানিয়েছেন।

তিনি আরও যোগ করেন যে, জান্নতুল বাকি কবরস্থান পুনর্নির্মাণের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়, প্রাসঙ্গিক সংস্থা এবং সমস্ত আরব ও ইসলামিক দেশকে সৌদি আরবের উপর চাপ সৃষ্টি করতে হবে, যাতে তারা এই বিষয়টি গুরুত্বের সাথে দেখে।

ইরাকি পার্লামেন্টের ডেপুটি স্পিকার এই বিষয়টিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ইরাকি সরকারকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য আহ্বান জানিয়েছেন।
আল-কায়বি আরও বলেন: ইসলাম ধর্ম এবং জাতি ও ধর্মীয় আচারের বিশ্বাসের প্রতি শ্রদ্ধার প্রয়োজন সৌদি আরব তাৎক্ষণিকভাবে মাজারসমূহ তৈরির জন্য পদক্ষেপ নেবে এবং মুসলমানদের জন্য প্রতিবছর পুনর্নবীকরণ হওয়া যন্ত্রণা ও দুঃখের অবসান ঘটাবে। iqna

 

captcha