IQNA

ইমাম আলী (আ.)এর মাজারে জিয়ারতকারীদের চলাচল নিয়ন্ত্রণে স্মার্ট গেট স্থাপন

20:41 - June 24, 2020
সংবাদ: 2611016
তেহরান (ইকনা): ইমাম আলী (আ.)এর মাজারে প্রতিরোধমূলক ব্যবস্থার গ্রহণের মাধ্যমে জিয়ারতকারীদের চলাচল নিয়ন্ত্রণের জন্য স্মার্ট গেট স্থাপন করা হয়েছে।

ইরাকের পবিত্র নগরী নাজাফে অবস্থিত ইমাম আলী (আ.)এর মাযারের প্রচার বিভাগের প্রধান ফায়ক আশ-শামমারী এ ব্যাপারে বলেন: এই পবিত্র মাজারে স্মার্ট গেট স্থাপন করা হয়েছে। করোনাভাইরাস সংক্রমণ রোধ করতে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে জিয়ারতকারীরা একে অপরের সাথে কোর প্রকার স্পর্শ ছাড়াই মাজারের ভিতরে প্রবেশ করতে পারবেন।

আশ-শামমারী বলেন: এসকল গেট বেশ কয়েক ধরণের কাজ করবে। প্রত্যেক জিয়ারতকারীর শরীরের তাপমাত্রা পরিমাপ, জিয়ারতকারীর প্রবেশের সংখ্যা এবং যিয়ারত করে কত জন বের হয়েছে সেগুলো নিয়ন্ত্রণ করা যাবে। এই সিস্টেমগুলো পরিবেশ বান্ধব। এছাড়াও এই স্মার্ট গেইট নিরাপত্তার কাজে ব্যবহৃত হবে।iqna

captcha