IQNA

উদ্বোধনের আগেই বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদে আযান + ভিডিও

20:33 - June 24, 2020
1
সংবাদ: 2611017
তেহরান (ইকনা): কারোনার প্রাদুর্ভাবের কারণে আলজেরিয়ার “আ’যাম” মসজিদ উদ্বোধন হতে বিলম্বিত হয়েছে। উদ্বোধন হতে বিলম্বিত হলেও উদ্বোধন হওয়ার আগেই এই মসজিদ থেকে আযানের সুমধুর ধ্বনি শোনা গিয়েছে।

আলজেরিয়ায় একটি যুগান্তকারী হিসাবে সরকারীভাবে এই মসজিদটি উদ্বোধনের প্রত্যাশায় সকলে রয়েছে। তবে উদ্বোধন হওয়ার আগেই প্রথমবারের মতো এই মসজিদ থেকে আযানের সুমধুর কণ্ঠ শোনা গিয়েছে।

এই বছরের পবিত্র রমজান মাসে মসজিদুল আ’যামটি উদ্বোধন হওয়ার কথা ছিল। তবে বিশ্ব জুড়ে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এই মসজিদটি উদ্বোধন হতে বিলম্বিত হয়েছে।


২০১২ সালে মসজিদের নির্মাণ কাজ শুরু হয়। হারামাইন শারিফাইন অর্থাৎ মসজিদুল হারাম ও মসজিদে নববী (সা.)এর পর এটি বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদ।

এই মসজিদে একসাথে ১ লাখ ২০ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবে এবং ভূগর্ভস্থে ১ লাখ ৮০ হাজার বর্গমিটার স্থানের উপর তিন তালা বিশিষ্ট গড়ি পার্কিং নির্মাণ কর হয়েছে। এই পার্কিং-এ ৬ হাজার গাড়ি রাখা যাবে।

এছাড়াও এই মসজিদে আওতাধীন ১৬ হাজার বর্গমিটার আয়তনের দুটি কনফারেন্স হল রয়েছে। যার মধ্যে একটি হলো ১৫০০ আসন এবং অপরটি হলো ৩০০ আসন বিশিষ্ট। এছাড়াও, ২ হাজার আসন ক্ষমতা সম্পন্ন এই লাইব্রেরি রয়েছে যার ২১ হাজার ৮০০ মিটার। iqna

প্রকাশিত: 1
পর্যালোচনা করা হচ্ছে: 0
প্রকাশযোগ্য নয়: 0
mohammad zahirul islam
0
0
nice works,subhan allah
captcha