IQNA

ইমাম হুসাইন ও হযরত আব্বাস (আ.)এর মাযার বন্ধের খবর গুজব

20:41 - June 25, 2020
সংবাদ: 2611022
তেহরান (ইকনা): ইরাকের পবিত্র নগরী কারবালায় ইমাম হুসাইন (আ.) এবং হযরত আব্বাস (আ.)এর মাযারের পরিচালক এক বিবৃতিতে এই দুই মাযার বন্ধ হওয়ার খবর অস্বীকার করেছেন।

সম্প্রতি কিছু মিডিয়ায় ইমাম হুসাইন ও হযরত আব্বাস (আ.)এর পবিত্র মাজার বন্ধের খবর প্রকাশ করেছে। পবিত্র এই দুই মাযারের পরিচালক বুধবার এক বিবৃতিতে এই খবর অস্বীকার করেছেন।

এই বিবৃতিতে বলা হয়েছে: করোনার প্রসারের কারণে ইমাম হুসাইন (আ.) ও তাঁর সম্ভ্রান্ত ভাই হযরত আব্বাস (আ.)-এর পবিত্র মাজার বন্ধ হওয়ার বিষয়ে গণমাধ্যমে যা ছড়িয়ে পড়েছে তা সত্য নয়।

এছাড়াও এই দুই মাযারের পরিচালক সংবাদমাধ্যমের প্রতি সংবাদ প্রচারের ক্ষেত্রে আরও বেশী সতর্ক ও দায়িত্বশীল হওয়ার এবং অফিসিয়াল সূত্র থেকে সংবাদ সংগ্রহ করার জন্য আহ্বান জানিয়েছেন। iqna

captcha