IQNA

ইমাম কাজেম (আ.) ও ইমাম জাওয়াদ (আ.)এর মাজারের খাদেমের কারোনায় আক্রান্ত হওয়ার খবর মিথ্যা

22:00 - June 26, 2020
সংবাদ: 2611029
তেহরান (ইকনা): ইরাকের পবিত্র নগরী কাজেমাইনে অবস্থিত ইমাম কাজেম (আ.) ও ইমাম জাওয়াদ (আ.)এর পবিত্র মাজারের কর্তৃপক্ষ জানিয়েছেন: এই মাজারের খাদেমের কারোনায় আক্রান্ত হওয়ার খবর সম্পূর্ণরূপে গুজব ও মিথ্যা।

শুক্রবার এক বিবৃতিতে ইমাম কাজেম (আ.) ও ইমাম জাওয়াদ (আ.)এর পবিত্র মাজারের কর্তৃপক্ষ এ খবর জানিয়েছেন।

এই বিবৃতিতে বলা হয়েছে: কিছু মিডিয়ায় এই মাজারের খাদেমের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর প্রকাশ হয়েছে। গণমাধ্যমে প্রকাশিত এই খবর সত্য নয়।

মাযারের কর্তৃপক্ষ আরও বলেছেন: করোনার ক্রাইসিসের শুরু থেকেই, ধর্মীয় কর্তৃপক্ষ এবং স্বাস্থ্য আধিকারিকদের পরামর্শক্রমে এই রোগের বিস্তার রোধে কঠোর প্রতিরোধমূলক এবং স্বাস্থ্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ইমাম কাজেম (আ.) ও ইমাম জাওয়াদ (আ.)এর পবিত্র মাজারের কর্তৃপক্ষ সংবাদ প্রচারের ক্ষেত্রে মিডিয়াকে আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন। iqna

captcha