IQNA

এবার তুরস্কে পবিত্র কুরআনের অবমাননা

1:57 - June 29, 2020
সংবাদ: 2611046
তেহরান (ইকনা): তুরস্কের ইস্তাম্বুলের এই যুবক পবিত্র কুরআনের পৃষ্ঠা ছিঁড়ে এই পবিত্র ঐশী গ্রন্থের অবমাননা করেছে। এর প্রতিবাদে তুরস্কের জনগণ তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে।

ধর্মবিরোধী ও অবমাননাকর কাজটি ইস্তাম্বুলের স্কুদার এলাকায় ঘটেছে। তুরস্কের এক যুবক পবিত্র কুরআনের পৃষ্ঠা ছিঁড়ে ডাস্টবিন ফেলে দেয়। এখনও পর্যন্ত এই যুবকের পরিচয় জানা যায়নি।

এই ঘটনার পরদিন সকালে শ্রমিকরা কাজ করতে যাওয়ার পথে বুঝতে পারে যে পবিত্র কুরআনের ছেঁড়া পৃষ্ঠাগুলো ডাস্টবিনে পরে আছে। শ্রমিকরা সেখান থেকে পৃষ্ঠাগুলো সংগ্রহ করে ইসলামবিরোধী আইন রেকর্ড করার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের হাতে সোপর্দ করেছে।

তারা পুলিশকেও এ ঘটনা জানায়। বর্তমানে পুলিশ ঘাতককে সনাক্ত ও গ্রেপ্তার করার জন্য সিসিটিভি ক্যামেরা পরিদর্শন করে তদন্ত করছে।

সাইবারস্পেসে এই ঘটনার ভিডিও প্রকাশের পরে, তুরস্কের নাগরিকরা এই ধর্মবিরোধী কাজটির নিন্দা জানিয়েছে এবং সারা বিশ্বের সমস্ত মুসলমানদের অপমান করা এই অবমানকারীকে গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছে। iqna

 

captcha