IQNA

ছবি | এক ফ্রেমে বিশিষ্ট ক্বারি শা’য়িশা’য় ও আবদুল বাসিত

21:33 - June 29, 2020
সংবাদ: 2611047
তেহরান (ইকনা): মিশরের সিদায় আল-বালাদ সংবাদ ওয়েবসাইটের নিটকে সেদেশের প্রখ্যাত ক্বারি আবুল আইনাইন শা’য়িশা’য়র পরিবার তার বিরল কিছু ছবি হস্তান্তর করেছে।

ক্বারি আবুল আইনাইন শা’য়িশা’য়র নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ওয়েবসাইটের কর্মকর্তাগণ রিপোর্ট সংগ্রহ করতে এই বিশিষ্ট ক্বারির নিজ গ্রাম “বিলা” যান এবং সেখান থেকে তার বিরল দুটো ছবি উপহার হিসেবে পান।

প্রথম ছবিতে ক্বারি আবুল আইনাইন শা’য়িশা’য়কে সিরিয়ার সাবেক রাষ্ট্রপতি মরহুম “শুকরা কাওয়াতিলী” সাথে দেখা গিয়েছে। মিশরের এই রাষ্ট্রপতি তাকে বিদায় জানাতে দামেস্ক বিমানবন্দরে গিয়েছিলেন। তখন এই ছবিটি তোলা হয়। “শুকরা কাওয়াতিলী” (জন্ম ১৮৯১ সালের ২১ অক্টোবর এবং মৃত্যু ১৯৬৭ সালের ৩০শে জুন) সিরিয়ার একজন রাজনীতিবিদ ছিলেন। তিনি ফরাসী শাসন থেকে সিরিয়ার মুক্তিকে সমর্থন করেছিলেন।

এই ছবিটি প্রায় ৭৪ বছর পূর্বে অর্থাৎ ১৯৪৬ সালে অন্তর্গত। এই ছবিতে মিশরের বিশিষ্ট কিছু ক্বারিদের দেখা গিয়েছে, বিশেষ করে আব্দুল বাসিত আব্দুস সামাদ, আবুল আইনাইন শা’য়িশা’য় এবং তার বড় ভাই আহমাদ শা’য়িশা’য়।

দ্বিতীয় ছবিতে আবুল আইনাইন শা’য়িশা’য়কে রাষ্ট্রপতি মোহাম্মদ আনোয়ার সাদাতের পিছনে দেখা গিয়েছে। এই ছবিতে তিনি “তারবুশ নামক মিশরীয় বিখ্যাত টুপি পরেছেন।
আহমাদ শা’য়িশা’য় মিশরের একজন ক্বারি ছিলেন। তবে তিনি তার ছোট ভাই আবুল আইনাইন শা’য়িশা’য়র মতো বিখ্যাত হতে পারেননি।

আবুল আইনাইন শা’য়িশা’য় ১৯২২ সালের ২২শে আগস্ট জন্মগ্রহণ করেছেন এবং ২০১১ সালের ২৩শে জুনে তার ৮৯ বছর বয়সে ইন্তেকাল করেন। iqna

 

ছবি | এক ফ্রেমে বিশিষ্ট ক্বারি শা’য়িশা’য় ও আবদুল বাসিত

প্রখ্যাত ক্বারি আবুল আইনাইন শা’য়িশা’য়র পরিবার তার বিরল কিছু ছবি সিদায় আল-বালাদ সংবাদ ওয়েবসাইটের নিকট হস্তান্তর করেছে

ছবি | এক ফ্রেমে বিশিষ্ট ক্বারি শা’য়িশা’য় ও আবদুল বাসিত

সিরিয়ার সাবেক রাষ্ট্রপতি মরহুম “শুকরা কাওয়াতিলী” সাথেআবুল আইনাইন শা’য়িশা’য় এবং আব্দুল বাসিত

ছবি | এক ফ্রেমে বিশিষ্ট ক্বারি শা’য়িশা’য় ও আবদুল বাসিত

মিশরের তৎকালীন রাষ্ট্রপতি আনোয়ার সাদাতকে পিছনে মাঝখানে ক্বারি আবুল আইনাইন শা’য়িশা’য় এবং বামদিকে তার ভাই আহমদ শা’য়িশা’য়

 

captcha